ভোপাল: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা কর্মসূচিতে উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান? শুক্রবার (২৫ নভেম্বর), বিজেপির আইটিসেলের প্রধান অমিত মালব্য একটি ভিডিয়ো পোস্ট করে এমনই গুরুতর অভিযোগ করেছেন। তাঁর দাবি মধ্য প্রদেশের খরগোনে ভারত জোড়ো যাত্রা চলাকালীন ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দিয়েছেন কংগ্রেস কর্মীরা। যদিও কংগ্রেসের পক্ষ থেকে এই ভিডিয়োটি সাজানো বলে দাবি করা হয়েছে।
এদিন, ওই ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করেন অমিত মালব্য। ভিডিয়োতে মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস কর্মীদের মিছিল করে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। পিছনে শোনা যাচ্ছে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান। ভিডিয়োটির ক্যাপশনে অমিত মালব্য লিখেছেন, “রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার জন্য, রিচা চাড্ডার জনসাধারণকে আবেদন করার পর, খরগোনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠল। এক কংগ্রেস সাংসদ ভিডিয়োটি পোস্ট করেন এবং পরে অস্বস্তিকর বিষয়টি প্রকাশ্যে আসার পরে তিনি এটি মুছে দিয়েছেন।”
After Richa Chaddha’s public application to join Rahul Gandhi’s Bharat “Jodo” Yatra, “Pakistan Zindabad” (listen towards the end of the video) slogans raised in Khargon.
INC MP posted the video and then deleted it after the faux pas came to light.
This is Congress’s truth… pic.twitter.com/ZkVEkd4pCf
— Amit Malviya (@amitmalviya) November 25, 2022
যদিও ভিডিয়োটি ‘ডক্টরড’ বা সাজানো বলে দাবি করেছে কংগ্রেস। এটি বিজেপির নোংরা কৌশল বলে দাবি করে বলা হয়েছে, এর উপযুক্ত জবাব পাবে গেরুয়া শিবির। কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মিডিয়া ইনচার্জ জয়বার রমেশ টুইট করে বলেছেন, “দারুণ সাফল্য পাওয়া ভারত জোড়ো যাত্রার কৃতিত্বকে খাটো করতেই বিজেপির কূটকৌশল বিভাগের তৈরি একটি সাজানো ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা অবিলম্বে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছি। আমরা এই ধরনের কৌশলের মোকাবিলা করার জন্য তৈরি আছি এবং ওদের এর মূল্য চোকাতেই হবে।”
A video doctored by the Dirty Tricks Department of the BJP is doing the rounds to discredit the highly successful #BharatJodoYatra. We are taking the necessary legal action immediately. We are prepared for such tactics, and there will be payback.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) November 25, 2022
গত ২৩ নভেম্বর মহারাষ্ট্র থেকে মধ্য প্রদেশে প্রবেশ করেছে ভারত জোড়ো যাত্রা। মধ্যপ্রদেশে মোট ৩৮০ কিলোমিটার পাড়ি দেবে কংগ্রেসের এই কর্মসূচি। আগামী ৪ ডিসেম্বর এই রাজ্য থেকে রাজস্থানে প্রবেশ করার কথা যাত্রার।