Amit Malviya-Sachin Pilot: মিজোরামে বোমা ফেলেছিলেন সচিন পাইলটের বাবা! দাবি অমিত মালব্যের, কী জবাব কংগ্রেস নেতার?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 16, 2023 | 6:39 AM

Mizoram Bombing: মঙ্গলবার অমিত মালব্য লেখেন, "১৯৬৬ সালে ৫ মার্চ মিজোরামের রাজধানী আইজলে যে বোমাবর্ষণ করেছিল ভারতীয় বায়ুসেনা, সেই বিমানের পাইলট ছিলেন রাজেশ পাইলট (সচিন পাইলটের বাবা) ও সুরেশ কালমাদি। পরে দুইজনই কংগ্রেসের টিকিটে সাংসদ হন এবং মন্ত্রীত্ব পান।"

Amit Malviya-Sachin Pilot: মিজোরামে বোমা ফেলেছিলেন সচিন পাইলটের বাবা! দাবি অমিত মালব্যের, কী জবাব কংগ্রেস নেতার?
সত্যিই কি সচিন পাইলটের বাবা মিজোরামে বোমাবর্ষণ করেছিলেন?
Image Credit source: TV9 বাংলা

Follow Us

নয়া দিল্লি: স্বাধীনতা দিবসে নয়া তরজা কংগ্রেস-বিজেপির। রাজস্থানের দাপুটে কংগ্রেস নেতা সচিন পাইলটের (Sachin Pilot) বাবার বিরুদ্ধে মিজোরামে (Mizoram) বোমা ফেলার অভিযোগ তুললেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। মঙ্গলবার বিজেপি নেতা এক্সে (টুইটারের পরিবর্তিত নাম) একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, সচিন পাইলটের বাবা রাজেশ পাইলট বায়ুসেনার পাইলট ছিলেন। ১৯৬৬ সালের মার্চ মাসে তিনি মিজোরামে বোমা ফেলেছিলেন। বিজেপি নেতার এই টুইট নিয়ে শোরগোল শুরু হতেই পাল্টা জবাব দেন সচিন পাইলট। তিনি জানান, বায়ুসেনার পাইলট হিসাবে তাঁর বাবা বোমাবর্ষণ করেছেন ঠিকই, কিন্তু তা মিজোরামে নয়। বিজেপি নেতাকে ভুল তথ্য পেশ করার জন্যও দুষেছেন পাইলট।

মঙ্গলবার অমিত মালব্য লেখেন, “১৯৬৬ সালে ৫ মার্চ মিজোরামের রাজধানী আইজলে যে বোমাবর্ষণ করেছিল ভারতীয় বায়ুসেনা, সেই বিমানের পাইলট ছিলেন রাজেশ পাইলট (সচিন পাইলটের বাবা) ও সুরেশ কালমাদি। পরে দুইজনই কংগ্রেসের টিকিটে সাংসদ হন এবং মন্ত্রীত্ব পান। এটা স্পষ্ট যে উত্তর-পূর্ব ভারতে নিজেদের মানুষের উপরেই যারা আকাশ পথে হামলা চালিয়েছিল, ইন্দিরা গান্ধী তাদের পুরস্কার হিসাবে রাজনীতিতে স্থান দিয়েছিলেন।”

পাল্টা জবাবে সচিন পাইলট বলেন, “অমিত মালব্য, আপনার কাছে ভুল তারিখ, ভুল তথ্য় রয়েছে… হ্যাঁ, আমার বাবা ভারতীয় বায়ুসেনার পাইলট হিসাবে বোমা বর্ষণ করেছিলেন, তবে তা পূর্ব পাকিস্তানে, ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময়। আপনার দাবি মতো ১৯৬৬ সালের ৫ মার্চ মিজোরামে নয়। ১৯৬৬ সালের ২৯ অক্টোবর উনি বায়ুসেনায় যোগ দিয়েছিলেন! জয় হিন্দ ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা”। টুইটের সঙ্গে তিনি রাজেশ পাইলটের বায়ুসেনায় যোগদানের সার্টিফিকেটও পোস্ট করেন প্রমাণ স্বরূপ।

উল্লেখ্য, বাদল অধিবেশনে অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণেই উঠে এসেছিল মিজোরামে বোমা বর্ষণের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী মোদী দাবি করেন, ১৯৬২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উত্তর-পূর্ব ভারতের নাগরিকদের চিনা অনুপ্রবেশের বিরুদ্ধে লড়ার জন্য় একা ছেড়ে দিয়েছিলেন।  পরবর্তী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বায়ুসেনা ১৯৬৬ সালে মিজোরামে বোমাবর্ষণ করে। এরপর থেকেই ফের একবার বিতর্কের শিরোনামে মিজোরাম।

Next Article