TV 9 বাংলা ডিজিটাল: ডিএমকে (DMK), কংগ্রেস (Congress) ঘুরে বিজেপিতে (BJP) যোগদান করেছিলেন খুসবু সুন্দর (Khusboo Sundar)। পদ্ম শিবিরে আসার পর থেকেই সক্রিয় ভূমিকায় দক্ষিণের এই অভিনেত্রী। বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বে এক আন্দোলন চলাকালীন আজ তাঁকে আটক করল তামিলনাড়ু পুলিস।
কয়েকদিন আগে কাদ্দালোরের সাংসদ তথা ভিদুথালাই চিরুথাইগাল কাটচি (VCK) দলের প্রধান থোল তিরুমভলভন (Thol Thirumavalavan) এক জনসভায় জানান, “মনুসংহিতা” নারীদের অপমানজনক একটি ধর্মীয় গ্রন্থ। তিনি গ্রন্থটি বাতিল করার দাবি তোলেন। তারপরই বিরোধিতায় সরব হয় পদ্ম শিবির। সাংসদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয় বিজেপির মহিলা মোর্চা। নেতৃত্ব দেন খুসবু সুন্দর। সেই আন্দোলন চলাকালীনই কাদ্দালোরে থেকে আটক হন খুসবু।
Actress & now #BJP leader @khushsundar who was on her way to participate in the protest rally against #VCK‘s #Thirumavalan was arrested today pic.twitter.com/zwmOhV9LY1
— sridevi sreedhar (@sridevisreedhar) October 27, 2020
তবে বিজেপি নেত্রী জানান, তিনি আটক হননি, তাঁকে গ্রেফতার করা হয়েছে। সংবাদমাধ্যমকে খুসবু বলেন, “আমি আটক বলব না। আমায় গ্রেফতার করেছে। আমায় পুলিস সাফ বলেছে এটা গ্রেফতার।” থিরুমভলভনের “মনুসংহিতা” মন্তব্যের তীব্র সমালোচনা করেছে সে রাজ্যের বিজেপি। পদ্ম শিবিরের পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সাংসদকে মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে। এমনকি এই মন্তব্য সাম্প্রদায়িক দাঙ্গারও কারণ হতে পারে বলে অভিযোগ বিজেপির।
ভিসিকে (VCK) সুপ্রিমোর মন্তব্যের তীব্র নিন্দা করে খুসবু সুন্দর বলেন, “থিরুমভলভনের কি দরকার ছিল ১৭০০ সালে লেখা একটা বই নিয়ে কথা বলার? তাঁর এই মন্তব্যের জন্য লজ্জিত হওয়া উচিত।”
ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে থিরুমভলভন বলেন, “আমি শুধুমাত্র মনুসংহিতাকে নিষিদ্ধ করার কথা বলেছিলাম।” বিজেপি হিংসা ছড়ানোর জন্য কুৎসা রটাচ্ছে বলেও অভিযোগ তাঁর। ইতিমধ্যেই ভিসিকে প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে থানায়। যার তীব্র নিন্দা করেছে ডিএমকে ও কংগ্রেস।
এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সংঘর্ষে জড়ান ভিসিকে ও বিজেপি সমর্থকরা। সোমবার সাংসদ থিলুমভলভনকে উদ্দেশ করে ক্ষমা চাওয়ার দাবিতে স্লোগান দিতে শুরু করেন বিজেপি সমর্থকরা। পাল্টা স্লোগান দেন ভিসিকে সমর্থকরাও। দুই পক্ষের উপস্থিতিতে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। পরিস্থিতি সামলাতে বিজেপি সমর্থকদের একটি ভ্যানে করে ঘটনাস্থল থেকে নিয়ে চলে যায় পুলিস। তখন উত্তেজিত ভিসিকে সমর্থকরা সেই গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়েন বলে অভিযোগ । যদিও পুলিসের তরফে সাফ জানানো হয় ঘটনায় কেউ আহত হননি।
তামিলনাড়ুতে এখন অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা খাজাগমের (AIADMK) সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী পালানিস্বামীর নেতৃত্বে এআইএডিএমকে রয়েছে এনডিএ জোটে। তাই শরিক দলের নেত্রীর সঙ্গে কাদ্দালোরে এমন আচরণে জোর জল্পনা রাজনৈতিক মহলে।