Currency Note Controversy: ২০০ টাকার নোটে শিবাজির ছবি! কেন এমন ছবি সামনে আনলেন বিজেপি নেতা?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 27, 2022 | 10:21 AM

Currency Note Controversy: ভারতীয় মুদ্রায় লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর দাবি তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তারপরই এমন ছবি প্রকাশ বিজেপি নেতার।

Currency Note Controversy: ২০০ টাকার নোটে শিবাজির ছবি! কেন এমন ছবি সামনে আনলেন বিজেপি নেতা?
ছবি প্রকাশ করেছেন বিজেপি নেতা

Follow Us

মহারাষ্ট্র : নোটের ওপর কার ছবি থাকবে? এই নিয়ে দিনভর চর্চা চলছে, তারই মধ্যে এক অদ্ভুত ছবি প্রকাশ করলেন বিজেপি নেতা নীতিশ রানে। ছবিতে রয়েছে একটি ২০০ টাকার নোট। আর তাতে ফটোশপ করে বসানো একটি শিবাজীর ছবি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটা একেবারে পারফেক্ট।’ একদিকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেরজীবাল আর্জি জানিয়েছেন, যাতে ভারতীয় নোটে বসানো হয় লক্ষ্মী-গণেশের ছবি। সেই নিয়ে বিতর্কও শুরু হয়েছে। তারই মাঝে এমন ছবি পোস্ট করলেন মহারাষ্ট্রের কঙ্কাভলির বিধায়ক রানে।

টাকার নোটে ছাপানো হোক লক্ষ্মী ও গণেশের ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বুধবারই এই আর্জি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁর আর্জি নতুন করে যে টাকার নোটগুলি ছাপানো হবে, তার একদিকে যেমন মহাত্মা গান্ধীর ছবি আছে থাকবে, আর অন্য পিঠে থাকুক মা লক্ষ্মী ও গণেশের ছবি। তাঁর দাবি, মুদ্রায় দেব-দেবীর ছবি থাকলে দেশের উন্নতি হবে। এরপরই এই ছবি পোস্ট করেছেন রানে। বিতর্কের মাঝে নিছক মজার ছলেই তাঁর এই পোস্ট।


ইন্দোনেশিয়া একটি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও সেখানকার মুদ্রায় গণেশের ছবি ছাপানো হয়। সেউ উদাহরণ দিয়েই কেজরীবালের যুক্তি, ইন্দোনেশিয়া যদি পারে, তাহলে ভারত নয় কেন? প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে এই বিষয়ে অনুরোধ জানাবেন কেজরীবাল। তাঁর মতে, দেশের আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়, তাই এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে ঈশ্বরের আশীর্বাদের প্রয়োজন।

তবে অনেকেই বলছেন আশীর্বাদ নয়, আদতে ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখেই এমন দাবি জানাচ্ছেন কেজরী। সামনেই গুজরাটে বিধানসভা নির্বাচন। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে আপ। আর আগেই কেজরীর এমন দাবি ঘিরে উঠছে প্রশ্ন। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। অতীতে কেজরীবাল কোন কোন সময়ে হিন্দু ধর্ম ও হিন্দু দেবদেবীদের অবমাননা করেছেন, তার তালিকা প্রকাশ করেন সম্বিত পাত্র। তিনি দাবি করেন, স্বস্তিক চিহ্ন নিয়ে মজা করেছেন কেজরীবাল।

Next Article