Abhishek Banerjee foreign trip: দুবাই গিয়েছেন অভিষেক, বিজেপির প্রশ্ন, ‘স্বাস্থ্যসাথী কার্ডে কেন চিকিৎসা করালেন না?’

Jyotirmoy Karmokar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 27, 2023 | 1:55 PM

Abhishek Banerjee foreign trip: বারবার বিদেশ যাত্রায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee foreign trip: দুবাই গিয়েছেন অভিষেক, বিজেপির প্রশ্ন, স্বাস্থ্যসাথী কার্ডে কেন চিকিৎসা করালেন না?
ফাইল ছবি
Image Credit source: Facebook

Follow Us

 

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন চিকিৎসা করাতে বিদেশে যাচ্ছেন, তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এর আগে তিনি চোখের অস্ত্রোপচার করিয়ে এসেছেন আমেরিকা থেকে। ফের চিকিৎসা করাতে যাওয়ার জন্য কিছুদিন আগেই আদালতে আবেদন জানিয়েছেন তিনি। এরই মধ্যে বুধবার তিনি বিদেশ যাত্রা করেছেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দর থেকে দুবাই যাত্রা করেছেন তিনি। সেখান থেকে চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাবেন। এই বিদেশ যাত্রা নিয়ে অভিষেককে কটাক্ষ করলেও, বিষয়টি ‘আদালতের বিচারাধীন’ বলে মন্তব্য করেছেন বিরোধী দলের নেতারা।

বিষয়টা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। যারা তদন্ত করছে, তারা বিষয়টা দেখবে। বিজেপি নেত্রী আরও বলেছেন, “শুধু অভিষেক নয়, তৃণমূলের নেতা-নেত্রীদের ডাকা হলে বারবার তাঁরা হাজিরা এড়ানোর চেষ্টা করেন।” বিজেপির আর এক সাংসদ দিলীপ ঘোষও দাবি করেন, আদালত আর সিবিআই বিষয়টা দেখছে। তিনি বলেন, “আইনের ব্যাপার আছে। কোর্ট বুঝবে।”

তবে বিদেশে চিকিৎসা নিয়ে অভিষেককে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের বিদেশ যাত্রা প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুকান্ত বলেন, “খবর পেয়েছি চিকিৎসার জন্য গিয়েছেন। ভেবেছিলাম স্বাস্থ্য সাথী নিয়ে চিকিৎসা করাবেন। কেন করালেন না বুঝতে পারছি না।”

বারবার বিদেশ যাত্রায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছিলেন তিনি। আইনজীবী কপিল সিব্বল আদালতে জানিয়েছিলেন, ২৬ জুলাই চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান অভিষেক। আগামী ৮ অগস্ট তাঁর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। এ ব্যাপারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বক্তব্য জানতে চেয়েছিল আদালত। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তবে আমেরিকা যাওয়ার জন্য অভিষেক দুবাই গিয়েছেন কি না, তা এখনও জানা যায়নি।

কয়লা পাচার মামলায় অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। তদন্ত চলাকালীন বিদেশ যাত্রার ক্ষেত্রে একাধিকবার বাধার মুখে পড়তে হয়েছে অভিষেকের পরিবারকে। কিছুদিন আগেই বিমানবন্দরে বাধা দেওয়া হয়েছিল রুজিরাকে। সূত্রের খবর, বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটের ফ্লাই এমিরেটসের বিমানে দুবাই রওনা হয়েছেন অভিষেক।

Next Article