Maneka Gandhi: গান্ধী পরিবারের সঙ্গে মানেকার সম্পর্ক কি নতুন মোড় নিচ্ছে? প্রশ্ন শুনেই বিজেপি নেত্রী বললেন…

Apr 02, 2024 | 9:14 AM

Maneka Gandhi: মানেকা জানান, এ ধরনের বিষয় নিয়ে তিনি কোনও মন্তব্যই করতে চান না। তিনি বলেন, এসব নিয়ে আলোচনার দরকার নেই। বলেন, "আমি বিজেপিতে আছি। আমি খুবই খুশি যে আমি বিজেপি পরিবারের সদস্য।" কিন্তু ছেলের রাজনৈতিক কেরিয়ার? মানেকা গান্ধী বলেন, "ভোটের পর দেখব। অনেকটা সময় আছে।"

Maneka Gandhi: গান্ধী পরিবারের সঙ্গে মানেকার সম্পর্ক কি নতুন মোড় নিচ্ছে? প্রশ্ন শুনেই বিজেপি নেত্রী বললেন...
মানেকা গান্ধী।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়াদিল্লি: এবার আর লোকসভা ভোটে টিকিট পাননি বিজেপি নেতা বরুণ গান্ধী। তবে বিজেপি আবারও প্রার্থী করেছে মানেকা গান্ধীকে। তবে বরুণের টিকিট না পাওয়ার পর বিভিন্ন মহলে ঘুরপাক খাচ্ছে বহু পুরনো সেই প্রশ্ন, কেন কংগ্রেস পরিবার থেকে দূরে রয়েছেন তাঁরা? এমনও অনেকে ধরে নিচ্ছেন, এবার বোধহয় গান্ধী পরিবারের কাছাকাছি আসতে চলেছেন তাঁরা। এ নিয়ে এবার মুখ খুললেন মানেকা গান্ধী।

মানেকা জানান, এ ধরনের বিষয় নিয়ে তিনি কোনও মন্তব্যই করতে চান না। তিনি বলেন, এসব নিয়ে আলোচনার দরকার নেই। বলেন, “আমি বিজেপিতে আছি। আমি খুবই খুশি যে আমি বিজেপি পরিবারের সদস্য।” কিন্তু ছেলের রাজনৈতিক কেরিয়ার? মানেকা গান্ধী বলেন, “ভোটের পর দেখব। অনেকটা সময় আছে।”

টিকিট না পাওয়ায় বরুণ পিলভিট থেকে নির্দল প্রার্থী  হসাবে মনোনয়ন তোলেন। নির্দল প্রার্থী নাকি সমাজবাদী পার্টির প্রার্থী হবেন তা নিয়েও নানা জল্পনা। ইতিমধ্যেই একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে মুখও খুলেছেন তিনি।

প্রসঙ্গত, মানেকা গান্ধী সুলতানপুরের বিদায়ী সাংসদ। এবারও তিনি একই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী। অন্যদিকে ২০১৯ সালের ভোটে মানেকা-পুত্র বরুণকে বিজেপি প্রার্থী করে উত্তর প্রদেশের পিলভিট থেকে। তবে এবার আর টিকিট পাননি বরুণ। বদলে এ কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে জিতিন প্রসাদকে। জিতিন প্রসাদ কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেন। যোগীর মন্ত্রিসভার সদস্য তিনি।

Next Article