EC: ভিভিপ্যাট-ইভিএম ১০০ শতাংশ মেলানোর আর্জি নিয়ে সুপ্রিম-নোটিস কমিশনকে

Apr 02, 2024 | 8:08 AM

Election Commission: একটি পিটিশন জমা পড়ে আদালতে। আইনজীবী ও অ্যাক্টিভিস্ট অরুণকুমার আগরওয়াল এই পিটিশন দাখিল করেন। আবেদনকারীর বক্তব্য, যখন সরকার ৫ হাজার কোটি টাকা খরচ করে প্রায় ২৪ লক্ষ ভিভিপ্যাট কিনছে। সেখানে মাত্র ২০ হাজারের মতো ভিভিপ্যাটের স্লিপ যাচাই হয়।

EC: ভিভিপ্যাট-ইভিএম ১০০ শতাংশ মেলানোর আর্জি নিয়ে সুপ্রিম-নোটিস কমিশনকে
প্রতীকী ছবি।
Image Credit source: X

Follow Us

নয়াদিল্লি: ইভিএমের সঙ্গে ১০০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি জাতীয় নির্বাচন কমিশনকে। সুপ্রিম কোর্টের তরফে সোমবারই নোটিস দিয়ে বিষয়টি জানানো হয়েছে। এখন প্রতি বিধানসভা কেন্দ্র থেকে বাছাই পাঁচ ইলেকট্রনিক ভোটিং মেশিং বা ইভিএম (EVM) ও ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেল বা ভিভিপ্যাট (VVPAT) স্লিপ মেলানো হয়।

একটি পিটিশন জমা পড়ে আদালতে। আইনজীবী ও অ্যাক্টিভিস্ট অরুণকুমার আগরওয়াল এই পিটিশন দাখিল করেন। আবেদনকারীর বক্তব্য, যখন সরকার ৫ হাজার কোটি টাকা খরচ করে প্রায় ২৪ লক্ষ ভিভিপ্যাট কিনছে। সেখানে মাত্র ২০ হাজারের মতো ভিভিপ্যাটের স্লিপ যাচাই হয়।

তাঁর দাবি, ভিভিপ্যাটের স্লিপ সর্বত্রই মিলিয়ে দেখা হোক। তাতে ভোটারও নিশ্চিত হবেন তাঁর ভোট সঠিক জায়গাতেই গিয়েছে। আবেদনকারীর আর্জি, ১০০ শতাংশ ক্ষেত্রেই এই মিলিয়ে দেখার বিষয়টি রাখুক নির্বাচন কমিশন। বিচারপতি বিআর গবৈ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ নির্বাচন কমিশনকে নোটিস দেয়।

সেই নোটিসে অরুণকুমার আগরওয়ালের পিটিশনের পাশাপাশি একই বিষয়ে আরও একটি পিটিশনকেও ট্যাগ করা হয়েছে। অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর (ADR)-ও এই একই আবেদন করেছে।

Next Article