নয়া দিল্লি: রাজনৈতিক প্রতিপক্ষদের ব্যক্তিগত আক্রমণ করাটা অভ্যাসে পরিণত করেছেন ভারতীয় রাজনীতিকরা। সম্প্রতি মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করার বড় মূল্য চোকাতে হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। এবার রাহুলের ওই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে, রাহুলকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল। মঙ্গলবার রাহুল গান্ধী সম্পর্কে তিনি বলেন, “একজন বিদেশি মহিলার গর্ভে জন্মগ্রহণকারী কখনই দেশপ্রেমিক হতে পারে না।” তিনি দাবি করেছেন, এই মন্তব্যটি তাঁর নয়, ২,০০০ বছর আগে চাণক্য নাকি এই কথা বলে গিয়েছিলেন। বস্তুত রাহুল গান্ধী সম্পর্কে এর আগেই একই কথা বলেথিলেন ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরও। চলতি মাসের শুরুতেই তিনি বলেছিলেন, বিদেশী মহিলার থেকে জন্ম নেওয়ায় রাহুল গান্ধী দেশপ্রেমিক নন। তাই তাঁকে ভারতে রাজনীতি করতে দেওয়াই উচিত নয়। বরং, ভারত থেকে বের করে দেওয়া উচিত।
উল্লেখ্য, গত শনিবারই সাভারকর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধীকে এক সাংবাদিক বলেছিলেন, মোদী পদবি নিয়ে তাঁর মন্তব্যের কারণে তিনি ওবিসি সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইলে, আদালত তাঁকে কঠোর সাজা নাও দিতে পারত। এই মন্তব্যের জবাবেই রাহুল বলেছিলেন, তিনি সাভারকর নন। তিনি একজন গান্ধী। গান্ধীরা ক্ষমা চায় না। সাভারকর নিয়ে এই মন্তব্যের পর থেকেই রাহুল গান্ধীকে আক্রমণ করে চলেছেন একের পর এক বিজেপি নেতা। অনেকেই রাহুলের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি, কংগ্রেসের জোট শরিক শিবসেনা (ইউবিটি)-ও রাহুলের মন্তব্যে তাদের অসন্তোষ প্রকাশ করেছে। সেই ধারাবাহিকতাতেই আরও এক কদম এগিয়ে গেলেন সঞ্জয় জওসওয়াল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
শুধু রাহুলের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা নয়, লন্ডনে ভারতীয় গণতন্ত্রের বিষয়ে রাহুলের সাম্প্রতিক মন্তব্যের জন্যও কংগ্রেস নেতাকে আক্রমণ করেছেন সঞ্জয় জয়সওয়াল। তাঁর দাবি, রাহুল গান্ধী বিদেশে দেশকে অপমান করেছেন। তাঁর মতে রাহুল ভারতকে বিশ্বাস করেন না। কারণ, তাঁর মতে ভারতের গণতন্ত্র, আদালত এবং সংবাদমাধ্যম সবাই ভুল। তাঁর আরও দাবি রাহুল গান্ধী আসলে নিজেকে একজন রাজপুত্র বলে মনে করেন। গত দুই মেয়াদ ধরে প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করছেন বলে, প্রধানমন্ত্রীর উপর বিরক্ত তিনি। পাশাপাশি, প্রান্তিক সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য রাহুলকে সর্বত্র ওবিসিদের ক্রোধের সম্মুখীন হতে হবে বলে জানিয়েছেন সঞ্জয় জয়সওয়াল।
বিজেপি সাংসদ অবশ্য কোনও ফাঁকা আওয়াজ দেননি। বস্তুত, মোদী উপাধি নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য রাহুল গান্ধীর উপর চাপ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বিজেপি। এদিনই সংসদে গান্ধী মূর্তির কাছে বিক্ষোভ প্রদর্শন করেছেন শাসক দলের সাংসদরা। তাঁরা দাবি জানান, অনগ্রসর শ্রেণিকে অপমান করার অভিযোগে রাহুলকে সমগ্র দেশের কাছে ক্ষমা চাইতে হবে। ৬ এপ্রিল থেকে বিজেপির ওবিসি সেল রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রচার শুরু করবে। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা হরিয়ানার মানেসার থেকে এই প্রচারাভিযানের সূচনা করবেন। এদিনই সেই কর্মসূচির একটি পোস্টার এবং প্যাম্পফ্লেট প্রকাশ করা হয়েছে।