Onion Price: বন্যার অজুহাতে বাংলায় পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে, মমতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে কেন্দ্রের কাছে তদন্তের দাবি বিজেপি সাংসদের

Jyotirmoy Karmokar | Edited By: জয়দীপ দাস

Sep 22, 2024 | 1:51 PM

Onion Price: অভিযোগ, বন্যার অজুহাতকে কাজে লাগিয়ে অন্যায়ভাবে পণ্য পরিবহণ বন্ধ করা হয়েছে। এই পেঁয়াজ দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে তদন্ত করার আবেদন জানালেন বিজেপি সাংসদ।

Onion Price: বন্যার অজুহাতে বাংলায় পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে, মমতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে কেন্দ্রের কাছে তদন্তের দাবি বিজেপি সাংসদের
পেঁয়াজের দাম নিয়ে চাপানউতোর

Follow Us

নয়া দিল্লি: বন্যার অজুহাতে পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হচ্ছে। অভিযোগ করে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি লিখলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সরাসরি অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে তার দাবি, প্রশাসনের মদতে কালো বাজারের মাধ্যমে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হচ্ছে। 

একইসঙ্গে তাঁর আরও অভিযোগ, বন্যার অজুহাতকে কাজে লাগিয়ে অন্যায়ভাবে পণ্য পরিবহণ বন্ধ করা হয়েছে। এই পেঁয়াজ দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে তদন্ত করার আবেদন জানালেন বিজেপি সাংসদ। একইসঙ্গে পেঁয়াজের দাম স্বাভাবিক করতে মজুত পেঁয়াজ বাজারে আনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছেন সাংসদ। 

এরইমধ্যে বাংলার নানা প্রান্তে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ডুবেছে বিঘার পর বিঘা জমি। জমিতেই পচছে শাক-সবজি। জোগান কমায় দাম বৃদ্ধির আশঙ্কা করছেন কৃষকেরা। ত্রাণ নিয়ে চলছে হাহাকার। প্রসঙ্গত, ডিভিসির জল ছাড়া নিয়ে টানাপোড়েন চলছেই। গুরুতর অভিযোগ করেছেন খোদ মমতা। ডিভিসি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথাও শোনা গিয়েছিল মমতার মুখে। এরইমধ্যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার পরেই রাজ্যের ডিভিসি বোর্ড থেকে পদত্যাগ করলেন দুই রাজ্য প্রতিনিধি। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন রাজ্য ডিভিসি র সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। সেই মতো দুই প্রতিনিধি বেরিয়ে এলেন বলে মত ওয়াকিবহাল মহলের। এরইমধ্যে এবার জ্যোতির্ময় সিং মাহাতোর চিঠি নিয়ে শুরু নতুন চাপানউতোর। 

Next Article