নয়া দিল্লি: হঠাৎ উধাও ৫০ টাকার নোট। মিলছে না ১০ টাকা, ২০ টাকারও নোট। যেটুকু পাওয়া যাচ্ছে, তাও চালানোর যোগ্য নয়। বাসে-অটোয় টাকা দিলেও, তা নিতে চাইছেন না। এর জেরে বেজায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। হঠাৎ এই খুরচো টাকার সঙ্কট কেন? তবে কি রিজার্ভ ব্যাঙ্ক আর ১০-২০ টাকার নোট ছাপাচ্ছে না? এই নিয়েই এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর।
কর্নাটকের কংগ্রেস নেতা গ্রামাঞ্চলে ১০টাকা, ২০ টাকা ও ৫০ টাকার নোটের সঙ্কট নিয়েই উদ্বেগ প্রকাশ করে চিঠি লিখেছেন। অর্থমন্ত্রীকে লেখা চিঠিতে কংগ্রেস সাংসদ জানিয়েছেন, ১০ টাকা, ২০ টাকার নোট অমিল হওয়ায় গ্রামাঞ্চল ও শহরতলির মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে।
Wrote a letter to Hon’ble Finance Minister @nsitharaman regarding the severe shortage of Rs. 10, 20, and 50 denomination notes, which is causing hardship in rural and urban poor communities. Urging for immediate intervention to resume 1/2 pic.twitter.com/NEYXsIOZ9d
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) September 21, 2024
ছোট ব্যবসায়ী, হকার, দিনমজুরদের সবথেকে বেশি সমস্যা হচ্ছে বলেই জানান কংগ্রেস সাংসদ। তিনি জানান, এমন বহু মানুষ রয়েছেন, যাদের কাছে এখনও ডিজিটাল পেমেন্ট সিস্টেম নেই। তাদের নগদ লেনদেনের উপরেই নির্ভর করতে হয়। কিন্তু নোট অমিল হওয়ায়, তাদের সাধারণ জনজীবনে সমস্যার সৃষ্টি হচ্ছে।
কংগ্রেস সাংসদ একটি রিপোর্টও তুলে ধরেন যেখানে বলা হয়েছে ইউপিআই-র মাধ্যমে লেনদেন বাড়াতে রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়া অল্প মূল্যের মুদ্রা ছাপানো স্থগিত রেখেছে। তিনি বলেন যে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানোর উদ্যোগ ভাল হলেও, তা সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষদের, যাদের কাছে ডিজিটাল পেমেন্ট এখনও পৌঁছয়নি, তাদের সমস্যা হচ্ছে।
মানিকরাম অর্থমন্ত্রীর কাছে আর্জি জানান যে এই বিষয়ে যেন তিনি দৃষ্টিপাত করেন এবং আরবিআই-কে দ্রুত কম টাকার মুদ্রা ছাপানো ও বন্টন শুরু করা হয়।