BJP: দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও পৌঁছনোর পরিকল্পনা করছে বিজেপি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 06, 2023 | 9:58 PM

দেশের অন্যতম বৃহত্তম দল হিসাবে ইতিমধ্যে পরিগণিত হয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। দেশের অধিকাংশ রাজ্য শাসনের দায়িত্বেও রয়েছে বিজেপি।

BJP: দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও পৌঁছনোর পরিকল্পনা করছে বিজেপি
জেপি নাড্ডা। ফাইল ছবি।

Follow Us

নয়া দিল্লি: দেশের অন্যতম বৃহত্তম দল হিসাবে ইতিমধ্যে পরিগণিত হয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। দেশের অধিকাংশ রাজ্য শাসনের দায়িত্বেও রয়েছে বিজেপি। এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও দাগ কাটতে চলেছে ভারতীয় জনতা পার্টি। মধ্য প্রাচ্য, আফ্রিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ক্যারিবিয়ান দেশের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর এমনই ইঙ্গিত দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা (J.P Nadda)।

বুধবার নয়া দিল্লিতে বিজেপির সদর দফতরে মধ্য প্রাচ্য, আফ্রিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ক্যারিবিয়ান দেশের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন দলের সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা। তাঁর কাছে বিদেশি কূটনীতিকেরা কংগ্রেসের সঙ্গে বিজেপির পার্থক্য জানতে চান। তাঁরা দলের সর্বভারতীয় সভাপতির কাছে প্রশ্ন করেন, বিজেপি কীভাবে ভোটব্যাঙ্ক ফিরিয়ে আনল? কীভাবে সোশ্যাল মিডিয়ায় যুবদের সঙ্গে যোগাযোগ বাড়ায় বিজেপি? কীভাবে আঞ্চলিক দলগুলিকে তুলে ধরে বিজেপি?

বিভিন্ন দেশের কূটনীতিকদের এই সমস্ত প্রশ্নের জবাবে ১৯৫১ সাল থেকে বিজেপির যাত্রাপথ তুলে ধরেন জে.পি নাড্ডা। বিজেপি সরকারের জনকল্যাণমূলক প্রধান প্রকল্পগুলিও বিদেশি প্রতিনিধিদের কাছে তুলে ধরেন তিনি। প্রতিবেশী দেশগুলির কাছে ভারত ও বিজেপি সম্পর্কে সঠিক ধারণা গড়ে তুলতে এবং দলের পরিকল্পনা বিদেশের কাছে তুলে ধরতেই যে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বিজেপি নেতৃত্ব বৈঠক করেছেন, তার উল্লেখ করেন নাড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন ও মিশর সফরের এক সপ্তাহ পরই নাড্ডার এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

জানা গিয়েছে, আগামী সপ্তাহেই বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগ ও নেপালের কমিউনিস্ট পার্টির প্রতিনিধির সঙ্গে বৈঠকের আয়োজন করেছে বিজেপি। এছাড়া চলতি বছরের শেষে দক্ষিণ আফ্রিকায় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের আয়োজিত ব্রিকস (ব্রাজিল, চিন, ভারত ও রাশিয়া)-এর পলিটিক্যাল পার্টি প্লাস আলোচনা সভাতেও যোগ দেবে বিজেপি।

এর আগে চিন সফরে গিয়েছিলেন বিজেপি প্রতিনিধিরা। এছাড়া গত কয়েক মাসের মধ্যে রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, মেক্সিকো, কম্বোডিয়া, ইথিওপিয়া, কলম্বিয়া, মালদ্বীপ এবং মালি থেকে আগত প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের আয়োজন করেছিল বিজেপি। সবমিলিয়ে, গত দু-বছরে ৬৮টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন জে.পি নাড্ডা।

প্রসঙ্গত, আগামী বছরই লোকসভা নির্বাচন। তার আগে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে বিজেপি সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি তুলে ধরছে গেরুয়া শিবির। এটা আসন্ন নির্বাচনকে লক্ষ্য করে নির্বাচনী প্রচারের একটি অংশ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Next Article