Rahul Gandhi: ঐশ্বর্য রাইকে অপমান, এতটা নীচে নেমে গিয়েছেন রাহুল গান্ধী: বিজেপি

Feb 22, 2024 | 1:53 PM

Rahul Gandhi: এদিন, সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর বিভিন্ন বক্তৃতার একটি সংকলিত ভিডিয়ো ক্লিপ পোস্ট করেছে বিজেপির কর্নাটক শাখা। সঙ্গের ক্যাপশনে লিখেছে, "ভারতীয়দের থেকে ক্রমাগত প্রত্যাখ্যাত হয়ে রাহুল গান্ধী এখন হতাশা থেকে ভারতের গর্ব ঐশ্বর্য রাইকেও হেয় করছেন। এতটাই নীচে নেমে গিয়েছেন রাহুল গান্ধী।"

Rahul Gandhi: ঐশ্বর্য রাইকে অপমান, এতটা নীচে নেমে গিয়েছেন রাহুল গান্ধী: বিজেপি
ঐশ্বর্য রাইকে নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে রাহুলকে তীব্র আক্রমণ বিজেপির
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে অপমান করেছেন রাহুল গান্ধী। দাবি বিজেপির। এই প্রেক্ষিতে বুধবার (২২ ফেব্রুয়ারি), কংগ্রেস সাংসদের তীব্র সমালোচনা করেছে বিজেপি। রাহুল যে কতটা নীচে নামতে পারেন, তাঁর এই মন্তব্যেই তা স্পষ্ট হয়ে গিয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। বিজেপির আরও অভিযোগ, সফল এবং ‘সেল্ফমেড’, অর্থাৎ, যাঁরা নিজ ক্ষমতায় সফল হয়েছেন, এমন মহিলাদের প্রতি রাহুল গান্ধী সহ্য করতে পারেন না। এদিন, সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর বিভিন্ন বক্তৃতার একটি সংকলিত ভিডিয়ো ক্লিপ পোস্ট করেছে বিজেপির কর্নাটক শাখা। সঙ্গের ক্যাপশনে লিখেছে, “ভারতীয়দের থেকে ক্রমাগত প্রত্যাখ্যাত হয়ে রাহুল গান্ধী এখন হতাশা থেকে ভারতের গর্ব ঐশ্বর্য রাইকেও হেয় করছেন। এতটাই নীচে নেমে গিয়েছেন রাহুল গান্ধী।”

ঐশ্বর্যকে নিয়ে কী মন্তব্য করেছিলেন রাহুল? সম্প্রতি, উত্তর প্রদেশে ‘ভারত জোড় ন্যায় যাত্রা’ চলাকালীন রাহুল গান্ধী, অযোধ্যার রাম মন্দিরে অনুষ্ঠিত ‘প্রাণ প্রতিস্থা’ অনুষ্ঠানের সমালোচনা করেন। বিজেপিকে কটাক্ষ করে, কংগ্রেস সাংসদ দাবি করেন, ওই জমকালো অনুষ্ঠানে, বলিউড সেলিব্রিটি এবং ধনকুবের শিল্পপতিরাই উপস্থিত ছিলেন। ওবিসি, দলিত বা উপজাতিয় সম্প্রদায়ের কেউ ছিলেন না। অথচ, তারাই দেশের জনসংখ্যার ৭৩ শতাংশ। রাহুল বলেন, “আপনারা রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা দেখেছেন তো? আপনারা কি সেখানে কোনও ওবিসি বা এসটি/এসসি মুখ দেখেছেন? ওখনে অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। সেখানে একটিও ওবিসি, এসসি-এসটি মুখ ছিল না।”

মজার বিষয় হল, রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিষেক বচ্চন। ২২ জানুয়ারি, ঐশ্বর্য রাই বচ্চন কিন্তু তাঁদের সঙ্গে অযোধ্যায় যাননি। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না।

বিজেপির কর্নাটক রাজ্য শাখা এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছে, “পরিবারতান্ত্রিক দলের এক চতুর্থ প্রজন্মের ব্যক্তি, যার নিজের কোনও কৃতিত্ব নেই, তিনিই এখন ঐশ্বর্য রাইকে অপমান করছেন। যে ঐশ্বর্য রাহুল গান্ধীর পুরো পরিবারের থেকে ভারতকে বেশি গৌরব এনে দিয়েছেন।” রাহুলের এই মন্তব্যের প্রেক্ষিতে, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ারও সমালোচনা করেছে বিজেপি। একজন ‘কন্নড়িগা’কে (কর্নাটকের লোক) রাহুল গান্ধী অপমান করার পরও, তিনি কেন চুপ করে আছেন, প্রশ্ন তুলেছে তারা। সোশ্যাল মিডিয়ায় বিজেপি বলেছে, “আপনার বস একজন সহ-কন্নড়িগাকে অপমান করেছেন। এই পরিস্থিতিতে আপনি কি কন্নড় গর্ব বজায় রাখতে এই ধরনের অসম্মানের বিরুদ্ধে কথা বলবেন, নাকি মুখ্যমন্ত্রীর চেয়ার রক্ষা করতে নীরব থাকবেন?”


তবে শুধু বিজেপি নয়, বিনোদন জগত থেকেও এই মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছেন রাহুল গান্ধী। গায়িকা সোনা মহাপাত্র এই মন্তব্যকে ‘অপমানজনক’ বলেছেন। রাজনৈতিক লাভের জন্য রাজনীতিবিদদের মহিলাদের অপমান করার প্রবণতার সমালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় সোনা মহাপাত্র বলেছেন, “রাজনৈতিক লাভের জন্য রাজনীতিবিদরা তাঁদের বক্তৃতায় কেন মহিলাদের অবমাননা করেন? প্রিয় রাহুল গান্ধী, নিশ্চিতভাবে অতীতে কেউ আপনার মা (সনিয়া গান্ধী) এবং বোনকে (প্রিয়ঙ্কা গান্ধী) একইভাবে অপমান করেছে? এটা আপনার সবথেকে ভাল জানার কথা। তাছাড়াও, ঐশ্বর্য। রাই খুব ভাল নাচেন।” তবে, বচ্চন পরিবার থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Next Article