নয়া দিল্লি : পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর মন্তব্য নিয়ে দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। শুক্রবার পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মীরা। শনিবারও সারা দিন ধরে বিক্ষোভ চলবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে অপমানজনক মন্তব্য করা হয়েছে বলে দাবি করে প্রতিবাদে পথে নামছে গেরুয়া শিবির। বিলাওয়ালের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখানো হবে বলে জাানো হয়েছে বিজেপি তরফে।
শুক্রবার বিজেপি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, পাকিস্তানের বিদেশ মন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে শনিবার দিনভর দেশের সব রাজ্যের রাজধানী শহরে চলবে বিক্ষোভ। শুক্রবারই বিজেপি পাক বিদেশ মন্ত্রকের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে।
শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে মন্তব্য করেছেন বিলাওয়াল, তা নিয়েই এই বিতর্ক। সেখানে ভুট্টো বলেছেন, ‘লাদেন নিহত হয়েছেন। কিন্তু গুজরাতের কসাই এখনও বেঁচে আছেন। আর তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’
রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে সরাসরি আক্রমণ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। তিনি বলেছেন, ‘পাকিস্তানের মন্ত্রীরা রয়েছেন, তাঁরা বলতে পারবেন পাকিস্তান কতদিন সন্ত্রাসবাদের প্রশিক্ষণ চালু রাখার পরিকল্পনা করছে। বিশ্ব বোকা নয়, তারা ক্রমাগত সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত দেশ ও সংগঠনগুলির বিরুদ্ধে সরব হচ্ছে। আমার পরামর্শ হল, নিজেদের কার্যকলাপ শোধরান এবং একজন ভাল প্রতিবেশী হওয়ার চেষ্টা করুন।’
আল কায়দা, দয়েশ, বোকো হারাম ও আল সাবাবের মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলি কীভাবে নিজেদের সংগঠন বৃদ্ধি করছে, তা নিয়েও সরব হয়েছেন জয়শঙ্কর।