BJP Rally: রাজ্যজুড়ে ২০০০ সভা, পঞ্চায়েতে দলীয় প্রার্থীদের সংবর্ধনা দিতে বাংলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রীরা

Jyotirmoy Karmokar | Edited By: Sukla Bhattacharjee

Jul 26, 2023 | 9:24 PM

BJP: দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধি করতে ও তাঁদের পাশে থাকার বার্তা দিতেই বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। একেবারে প্রতিটি জেলার প্রতিটি ব্লক স্তরে সংবর্ধনা অনুষ্ঠান হবে।

BJP Rally: রাজ্যজুড়ে ২০০০ সভা, পঞ্চায়েতে দলীয় প্রার্থীদের সংবর্ধনা দিতে বাংলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রীরা
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Election) কেন্দ্র করে বাংলায় ব্যাপক রক্তক্ষয় হয়েছে। BJP-র ফল আশানুরূপ না হলেও প্রচারপর্ব থেকে ভোট পর্যন্ত দলীয় কর্মীদের লড়াই অনস্বীকার্য বলে মনে করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই এবার পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের সংবর্ধনা দিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। রাজ্যজুড়ে মোট ২০০০ সভা করবে বিজেপি। বুধবার বিজেপির তরফে এমনই জানানো হয়েছে।

বিজেপি সূত্রে খবর, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বুথ স্তর থেকে শুরু ব্লক, জেলা ও রাজ্য স্তর পর্যন্ত বহু বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে এবং অনেকে ঘরছাড়া হয়েছেন। তাই এবার দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধি করতে ও তাঁদের পাশে থাকার বার্তা দিতেই বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। একেবারে প্রতিটি জেলার প্রতিটি ব্লক স্তরে সংবর্ধনা অনুষ্ঠান হবে। চলতি মাস থেকেই এই অনুষ্ঠান শুরু হবে এবং প্রতিটি অনুষ্ঠানেই কোনও না কোনও কেন্দ্রীয় নেতা থাকবেন।

যদিও কবে, কোথায় সংবর্ধনা অনুষ্ঠান হবে, তার সূচি এখনও নির্ধারিত করেনি বিজেপি নেতৃত্ব। তবে আগামী ২৯ জুলাই থেকে অনুষ্ঠান শুরু হবে বলে একপ্রকার স্পষ্ট। প্রথম অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সংবর্ধনা দিতে আসবেন এবং হুগলির খানাকুলে সেই অনুষ্ঠান করা হবে বলে পরিকল্পনা নিয়েছে বিজেপি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। গোটা বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে বিজেপির তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের চুলচেরা বিশ্লেষণ করতে চলতি সপ্তাহেই দিল্লিতে রাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে পৃথক বৈঠক করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত ভোটের ফল ও ভোট-পরবর্তী রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তাঁরা। তারপরই বিজেপির ব্লক স্তরে দলীয় প্রার্থীদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের আর বিশেষ দেরি নেই। তাই পঞ্চায়েত ভোটে যে হিংসা হয়েছে তার প্রেক্ষিতে লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল বাড়ানো বিশেষ জরুরি বলে মনে করছে গেরুয়া শিবির। সেজন্যই এই সংবর্ধনার আয়োজন করছে গেরুয়া শিবির।

Next Article