Jyotiraditya Scindia Batting: মন্ত্রীর মারা বল ধরতে গিয়ে কপাল ফাটল স্থানীয় বিজেপি নেতার

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Feb 16, 2023 | 3:16 PM

বল হাকিয়ে মেরেছেন মন্ত্রী। বিজেপির এক স্থানীয় নেতা সেই বল ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু ক্যাচ ধরতে হাত জড়ো করলেও বল তালুবন্দি করতে সমর্থ হননি তিনি। সজোরে আসা সেই বল হাত ফস্কে সরাসরি গিয়ে লাগে স্থানীয় ওই বিজেপি নেতার কপালে।

Jyotiraditya Scindia Batting: মন্ত্রীর মারা বল ধরতে গিয়ে কপাল ফাটল স্থানীয় বিজেপি নেতার
ব্যাট হাতে জ্যোতিরাদিত্য

Follow Us

রীড়া: জেলা শহরের প্রান্তে নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছে। সেই স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে। কিন্তু কোনও খেলা হয়নি। নবনির্মিত স্টেডিয়ামে ম্যাচ খেলা হবে। সেই উপলক্ষেই সেখানে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। ম্যাচের উদ্বোধন করতে ব্যাট হাতে খেলতে নেমে পড়েন বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধ্রিয়া। তিনি ব্যাট হাতে ছিলেন ক্রিজে। তাঁকে ঘিরে বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। সবাই মন্ত্রীর সান্নিধ্য পেতে উদগ্রীব। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ব্যাট ধরেছেন। তাঁকে বল করা হয়েছে। সেই বল হাকিয়ে মেরেছেন মন্ত্রী। বিজেপির এক স্থানীয় নেতা সেই বল ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু ক্যাচ ধরতে হাত জড়ো করলেও বল তালুবন্দি করতে সমর্থ হননি তিনি। সজোরে আসা সেই বল হাত ফস্কে সরাসরি গিয়ে লাগে স্থানীয় ওই বিজেপি নেতার কপালে। যার জেরে মাথায় ফেটে যায় ওই কর্মীর। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পরে তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন জ্যোতিরাদিত্য। ওই বিজেপি নেতার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

মধ্য প্রদেশের রীড়া শহরের পাশেই রয়েছে ইতাউরা এলাকা। সেখানেই তৈরি হয়েছে নতুন ক্রিকেট স্টেডিয়াম। মধ্য প্রদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশন সেই স্টেডিয়াম তৈরি করেছে। উদ্বোধনের পর প্রতিযোগিতা শুরুর কথা ওই স্টেডিয়ামে। সেই উপলক্ষেই সেখানে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধ্রিয়া। সেখানে ব্যাট হাত বেশ কয়েকটি বল খেলেন তিনি। সে সময় তাঁকে ঘিরে ছিল স্থানীয় বিজেপি নেতা- কর্মীদের ভিড়। তাঁদের তোলা ভিডিয়ো দেখা গিয়েছে, সিন্ধ্রিয়া বেশ কয়েকটি বল খেললেন। এর পর একটি বল জোরে মারলেন। উপরে উঠে যাওয়া সেই বল ধরতে গেলেন স্থানীয় এক বিজেপি নেতা। তা ধরতে না পারায় সোজদা এসে লাগে কপালে। যাঁর জেরে কপাল ফেটে খেলার মাঠেই বিপত্তি ঘটে।

 

জানা গিয়েছে, স্থানীয় ওই বিজেপি নেতার নাম ধীরজ দ্বিবেদী। বলের আঘাতে মাথা ফাটায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল রীড়ার সঞ্জয় গান্ধী মেডিক্যাল কলেজে হাসপাতালে। সেখানে ধীরজকে দেখতে গিয়েছিলেন সিন্ধ্রিয়া। সঙ্গে গিয়েছিলেন রীড়ার সাংসদ জনার্দন মিশ্র।

Next Article