নয়া দিল্লি: আমেরিকার জাতীয় স্বার্থের দিক থেকে বিদেশি রাজনৈতিক দল হিসাবে বিশ্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজেপি। দ্য ওয়াল স্ট্রিট জার্নালে (The Wall Street Journal) এক প্রতিবেদনে এমনই জানিয়েছেন পত্রিকার প্রতিবেদক ওয়াল্টার রাসেল মিড। শুধু তাই নয়, ২০২৪-এর লোকসভা ভোটেও বিজেপি বড় জয় পাবে বলেও মার্কিন পত্রিকায় উল্লিখিত।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে লেখা হয়েছে, “আমেরিকার জাতীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদেশি রাজনৈতিক দল ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। এটি অন্তত বোঝা গিয়েছে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি পরপর দু-বার জয়ী হয়েছে এবং আগামী নির্বাচনে জয় পাবে বলেও ওয়াল স্ট্রিট জার্নালে দাবি করা হয়েছে। বলা হয়েছে, ২০১৪ ও ২০১৯ সালে বড় জয় পাওয়ার পর ২০২৪ সালেও জয়ী হবে বিজেপি। এছাড়া বর্তমানে ভারত একটি নেতৃস্থানীয় অর্থনৈতিক শক্তি হিসাবে এবং জাপান সহ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকান কৌশলের অপরিহার্য অংশ হিসাবে উদীয়মান হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।
জাতীয় স্তর থেকে প্রত্যন্ত সমাজে বিজেপি কর্মীদের অগ্রগতি একটি স্বতন্ত্র ‘হিন্দু পথ’ স্থির করা থেকে তার আধুনিকীকরণের চিন্তাভাবনা-ই বিজেপির নির্বাচনী ক্ষেত্রে প্রতিফলিত করেছে এবং সাফল্য আনছে বলেও দাবি মার্কিন পত্রিকার। এপ্রসঙ্গে ২০ কোটি জনসংখ্যা বিশিষ্ট উত্তরপ্রদেশে হিন্দু থেকে শিয়া মুসলিমও বিজেপিকে সমর্থন করছে এবং দলটি সাফল্যের নজির রেখেছে বলেও ওয়াল স্ট্রিট জার্নালে তুলে ধরা হয়েছে। আবার RSS বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামাজিক সংগঠন বলেও উল্লেখ করা হয়েছে এই পত্রিকায়। এপ্রসঙ্গে বিজেপি, আরএসএস নেতা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর সাক্ষাতের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন ওয়াল্টার রাসেল মিড। তিনি আরও উল্লেখ করেছেন, বিজেপি এবং আরএসএসের সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ আমেরিকানরা প্রত্যাখ্যান করতে পারে না।