TMC Delhi Chalo: ‘উত্তর প্রদেশে ঢুকলে হামলা চালাবে তৃণমূলের দুষ্কৃতীরাই’

Prasenjit Chowdhury | Edited By: অমর্ত্য লাহিড়ী

Oct 01, 2023 | 6:49 PM

TMC Delhi Chalo: তৃণমূল কংগ্রেস নিজেদের টাকায় গুণ্ডা-দুষ্কৃতী ভাড়া করে উত্তর প্রদেশে বা দিল্লিতে নিজেদের বাসেই হামলা করাবে এবং তার দায় বিজেপির উপর দেবে। দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

TMC Delhi Chalo: ‘উত্তর প্রদেশে ঢুকলে হামলা চালাবে তৃণমূলের দুষ্কৃতীরাই’
তৃণমূলের দিল্লি চলো কর্মসূচি নিয়ে গুরুতর অভিযোগ সুকান্ত মজুমদারের
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ঝাড়খণ্ডের কোডারমায় দুর্ঘটনার কবলে পড়েছে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাস। দিল্লিতে দলের ধরনা কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে একটি বড় মাপের মাটির ঢিপিতে ধাক্কা মারে বাসটি। ভেঙে যায় সামনের বাম্পার। কয়েকজন জখম হয়েছেন। এর পিছনে কী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরই হাত রয়েছে? প্রশ্ন তুলে দিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

এদিন শিলিগুড়িতে, তেনজিং নোরগে বাস টার্মিনাসে, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিজেপি সভাপতি। সেখানেই ঝাড়খণ্ডের দুর্ঘটনার বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, “দলীয় কর্মীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো নিজেদের স্বার্থ রক্ষার জন্য যে কোনও সময়, যাকে খুশি বলি দিতে পারে। এর আগে পার্থ চট্টোপাধ্যায় বলি হয়েছে, কেষ্ট বলি হয়েছে। এখন সাধারণ কর্মীদের বলি দেওয়া হচ্ছে। তাও ভাল ঝাড়খণ্ডে হয়েছে, আমাদের রাজ্যে হলে, আমাদের উপরই দোষ চাপাত। আমার যথেষ্ট সন্দেহ আছে, তৃণমূল কংগ্রেস নিজেদের টাকায় গুণ্ডা-দুষ্কৃতী ভাড়া করে তাদের বাসে উত্তর প্রদেশে বা দিল্লিতে হামলা করাবে। এবং তার দায় বিজেপির উপর দেবে। আমার কাছে খবর আছে।”

বিজেপি সভাপতির এই গুরুতর অভিযোগ কল্পনাপ্রসূত বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেছেন, “উত্তরপ্রদেশে তো ওঁদের সরকার আছে। তাহলে ওঁদের সরকার আমাদের কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করুক। পুলিশ যেন ধরে ফেলে। এরপকম কল্পনা করে লাভ কী? ওখানে তো প্রশাসন ওঁদের হাতে। নিরাপত্তা মানে কি? আমাকে আমার বাড়ির লোক মারুক, বা রাস্তার লোক মারুক। নিরাপত্তা মানে আমি নিরাপত্তা পাব। তো ওঁরা ধরে ফেলুন। তৃণমূল কর্মীরাই যদি তৃণমূল কর্মীদের মারতে আসে, হাতেনাতে ধরে ফেলুন। উনি কি বাংলায় দলের মাথা হয়ে যোগী আদিত্যনাথকে এই খবর দিয়েছেন? নিশ্চয় দেননি।”


এদিন সোশ্যাল মিডিয়ায় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আরও অভিযোগ করেছেন, তৃণমূল নেতা-নেত্রীরা বিমানের বিলাসবহুলভাবে দিল্লি যাচ্ছেন। অন্যদিকে সাধারণ কর্মীদের ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেছেন, যে কোনও সহযোগিতার জন্য, চাইলে দুর্ঘটনাগ্রস্ত তৃণমূল কর্মীদের তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেবাংশু ভট্টাচার্যের মতে, এটা অনেকটা আমিই বিষ খাওয়াবো। তারপর, আমি বিজ্ঞাপন দেব হাসপাতালে ভর্তি হলে আমার সঙ্গে যোগাযোগ করুন। দেবাংশুর দাবি, ঝাড়খণ্ডের দুর্ঘটনার জন্য আসলে বিজেপিই দায়ী। কেন্দ্রে বিজেপি সরকার কেন্দ্রীয় প্রকল্পের টাকা না আটকালে, দুর্ঘটনাগ্রস্ত মানুষদের আন্দোলনে সামিল হতে হত না। বিজেপি ট্রেন বাতিল না করলে তাদের বাসে যেতে হত না। দুর্ঘটনাও ঘটত না।

Next Article