Suvendu Adhikary: ৮০০ কোটি টাকা রয়েছে তৃণমূলের? বিস্ফোরক দাবি শুভেন্দুর

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Oct 01, 2023 | 5:47 PM

Suvendu Adhikary on TMC's Delhi Cholo: শুভেন্দু অধিকারীর দাবি তৃণমূল কংগ্রেস ভারতের তৃতীয় ধনীতম দল। বর্তমানে তাদের তহবিলের পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা। জবাবে কী বললেন দেবাংশু ভট্টাচার্য?

Suvendu Adhikary: ৮০০ কোটি টাকা রয়েছে তৃণমূলের? বিস্ফোরক দাবি শুভেন্দুর
শুভেন্দু অধিকারী (ফাইল ছবি)
Image Credit source: ANI

Follow Us

কলকাতা: দিল্লিতে তৃণমূলের কর্মসূচি। ৫০,০০০ নেতা-কর্মীকে দিল্লিতে নিয়ে যেতে বিশেষ ট্রেন বুক করতে চেয়েছিলেন দলের শীর্ষ নেতারা। ট্রেন বাতিল হতেই রাতারাতি ভলভো বাসের ব্যবস্থা করেছে শাসকদল। বাসে করেই কর্মীদের দিল্লিতে নিয়ে যাওয়া উদ্দেশ্যে রওনা হয়েছেন তৃণমূল কর্মীরা। কিন্তু, ঝাড়খণ্ডের কোডার্মার কাছে সেই বাসগুলির একটিতে ঘটেছে দুর্ঘটনা। তারপরই, এই দুর্ঘটনার দায় কার, তা নিয়ে বিজেপি-তৃণমূলে শুরু হয়েছে চাপান-উতোর। আর এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দুই দলের বিত্তের জোর নিয়েও শুরু হয়েছে চর্চা।

বঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দাবি করেছেন বাসে করে সাধারণ কর্মীদের নিয়ে যেতে গিয়ে তাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে তৃণমূল নেতৃত্ব। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস তো ভারতের তৃতীয় ধনীতম দল। বর্তমানে তাদের তহবিলের পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা। সেই টাকা দিয়ে ২০-২৫টা চার্টার্ড ফ্লাইট বুক করে তো ওরা কর্মীদের সরাসরি দিল্লি নিয়ে যেতে পারত। একেকটা বড় বিমানে ২৫০-৩০০ লোক যেতে পারতেন।”

এর পাল্টা তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন, কলকাতায় সভা হলে বিজেপি কেন তার কর্মীদের হেলিকপ্টারে করে নিয়ে আসে না? দেবাংশু বলেন, “আমাদের যা তহবিল, তাতে কোনও লুকোছাপা নেই। আমরা সবটাই নির্বাচন কমিশনের সামনে প্রকাশ করেছি। দুঃখের বিষয়, বিজেপি তাদের তহবিল হিসেবে যা প্রকাশ করে, তার হয়তো ১০০ গুণ বেশি সম্পদ তাদের রয়েছে। তারা সেটা প্রকাশ্যে আনে না। দিল্লির বুকে তারা পার্টি অফিস তৈরি করেছে ১১০০ কোটি টাকা খরচ করে। আমরা কল্পনাও করতে পারি না। চারটে হাওড়া ব্রিজ তৈরি হয়ে যায় ওই টাকায়। আর বিজেপি তো সবথেকে ধনী দল। তারা যখন কলকাতার বুকে বিভিন্ন সভা করেন, সেখানে কেন কর্মীদের বাসে করে আনেন? আপনাদের নেতারাও তো হেলিকপ্টারে আসেন। কর্মীদেরও তো হেলিকপ্টারে আনতে পারেন।”

শুধু শুভেন্দু অধিকারীই নন, তৃণমূল কর্মীদের চার্টার্ড ফ্লাইটে করে দিল্লি নিয়ে যাওয়ার কথা তুলেছএন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নাকি দুটি চার্টার্ড প্লেন ভাড়া নেওয়া আছে। প্রতি মাসে মাসে রাজ্যের কোষাগার থেকে সেই বাবদ সংশ্লিষ্ট উড়ান সংস্থাকে টাকা দেওয়া হয়। সেই বিমানে করেই কর্মীদের দিল্লি নিয়ে যেতে পারত তৃণমূল। এর জবাবে, বিজেপি সভাপতির অঙ্কের জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন দেবাংশু। তিনি বলেছেন, “আমাদের লক্ষ্য ৫০,০০০ মানুষকে দিল্লি নিয়ে যাওয়া। সুকান্তবাবু অদ্যাপক মানুষ। তাঁর অঙ্কটা পাকা বলেই জানতাম। দুটো চার্টার্ড ফ্লাইট কত ঘণ্টা অন্তর, কতবার আপ-ডাউন করলে, কতদিনে ৫০,০০০ মানুষকে নিয়ে যাওয়া যেত, এই অঙ্কটা তাঁকে বোঝাতে হবে।”

Next Article