হামিরপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে পালিত হল স্বচ্ছ অভিযান। গান্ধী জয়ন্তীর আগের দিন জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। মোদী, শাহ, নাড্ডার মতো কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও অংশ নিয়েছিলেন স্বচ্ছতা অভিযানে। হিমাচল প্রদেশের হামিরপুরে এই অভিযানে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে নিজের হাতে আবর্জনা পরিষ্কার করেন তিনি। সেই সঙ্গে সেখানে উপস্থিত জনতাকে স্বচ্ছ অভিযানে সামিল হতে অঙ্গীকারবদ্ধও করেছেন। সংবাদ সংস্থা এএনআই এই ঘটনার ভিডিয়ো শেয়ার করেছে নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে।
#WATCH | Union Minister Anurag Thakur participates in the ‘Swachhata Hi Seva’ campaign at Baba Balak Nath Temple complex in Hamirpur, Himachal Pradesh. pic.twitter.com/uXbtUNzuiq
— ANI (@ANI) October 1, 2023
হিমাচল প্রদেশের হামিরপুরের বাবা বালক নাথ মন্দিরে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সেখানে গিয়ে তিনি মন্দির চত্বর ও আশপাশে ছড়িয়ে থাকা নোংরা পরিষ্কার করেছেন। এই কাজের আগে সেখানকার বাসিন্দাদের অঙ্গীকারবদ্ধ করেন। নিজের এলাকা পরিচ্ছন্ন রাখা এবং স্বচ্ছ ভারতের প্রচার করার অঙ্গীকার করিয়েছেন তিনি।
#WATCH | Union Minister Anurag Thakur participates in the ‘Swachhata Hi Seva’ campaign at Baba Balak Nath Temple complex in Hamirpur, Himachal Pradesh. pic.twitter.com/uXbtUNzuiq
— ANI (@ANI) October 1, 2023
স্বচ্ছ অভিযানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “গান্ধী জয়ন্তীর প্রাক্কালে দেশ স্বচ্ছ ভারতের সংকল্প আরও দৃঢ় করবে। আমি নিশ্তিত দেশবাসী আজ এক ঘণ্টা সময় দিয়েছেন পরিচ্ছন্ন অভিযানে। আমাদের সংকল্প নেওয়া উচিত প্রতি সপ্তাহে অন্তত ২ ঘণ্টা স্বচ্ছতার জন্য নিয়োগ করব। এবং বছরে অন্তত ১০০ ঘণ্টার বেশি স্বচ্ছতা অভিযানে কাজে লাগাবো। গত কয়েক বছরে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা তৈরি হয়েছে। লোকজন আশপাশ নোংরা করা কমিয়েছে। এবং স্বচ্ছতা অভিযানে যোগ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশের যুবসমাজ এবং কমবয়সীরা যে ভাবে সামিল হয়েছেন, তা সত্যিই প্রশংসনী। যা অসম্ভব ছিল, তা দেশবাসী সম্ভব করেছে। তাই সবাই স্বচ্ছতা অভিযানে যুক্ত থাকুন। দেশকে স্বচ্ছ এবং স্বাস্থ্যকর বানিয়ে তুলুন।”