মুম্বই: পথেঘাটে থুতু ফেলার ‘বদ অভ্যাস’ অনেকেরই রয়েছে। আর তা আছে বলেই, রাজ্যে যত্রতত্র থুতু ফেলার জন্য সরকার জরিমানা নিয়ে ১০ মাসে ৩৩ লক্ষ টাকা কোষাগারে তুলতে পারে। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি (BMC) সূত্রে।
পথঘাট স্বচ্ছ রাখতে বিএমসির ক্লিন-আপ মার্শাল রয়েছে। তাঁরাই দিনভর নজরদারি চালান। রাস্তায় কেউ কোথাও থুকলেই, সঙ্গে সঙ্গে চেপে ধরেন তাঁরা। কড়কড়ে ২০০ টাকা জরিমানা দিতে হয় ‘অপরাধী’কে। তথ্য বলছে, গত ১০ মাসে এরকম ১৬ হাজার ৬৫৯ জনকে জরিমানা দিতে হয়েছে।
পুরনিগমের ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট টিম’-এর আধিকারিকরা জানান, চার্চ গেট, ডোঙ্গারি, মালাবার হিল, বাইকুল্লা থেকে সবচেয়ে বেশি জরিমানা আদায় হয়েছে। মার্শাল১১.৫৮ লক্ষ টাকা আদায় করেছেন এই সমস্ত জায়গা থেকে। কুর্লা, সাকি নাকা এলাকা থেকেই ৫.৫৯ লক্ষ টাকা এসেছে।
আরও পড়ুন: ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় বাস মালিকরা, আপাত বিকল্প হিসাবে ২ লক্ষ টাকা করে ঋণের প্রস্তাব
থুতু ফেলার জরিমানা থেকেই লক্ষ লক্ষ টাকা এসেছে বিএমসি’র। একইসঙ্গে কোভিড কালে মাস্ক না পরে রাস্তায় বেরোনোর জন্য মুম্বইয়ের ২৯.৭১ লক্ষ মানুষের কাছ থেকে জরিমানা বাবদ ৫৯.৮২ কোটি টাকা আয় করেছে পুরসভা।