Bihar Boat Capsize: ৩৪ পড়ুয়াকে নিয়ে মাঝনদীতে উল্টে গেল নৌকা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Sep 14, 2023 | 12:43 PM

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগমতী নদীতে পার করে স্কুলে যাচ্ছিল ওই পড়ুয়ারা। পিপল ঘাট থেকে ভাটগামা মধুরপট্টি ঘাটে যাচ্ছিল নৌকাটি। সে সময়ই মাঝনদীতে উল্টে যায় নৌকা। তবে কী করে এই দুর্ঘটনা ঘটল সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

Bihar Boat Capsize: ৩৪ পড়ুয়াকে নিয়ে মাঝনদীতে উল্টে গেল নৌকা
বিহারে নৌকাডুবি।
Image Credit source: Twitter

Follow Us

মুজফ্ফরপুর: নৌকায় চড়ে স্কুলে যাচ্ছিল পড়ুয়ারা। মাঝনদীতে সেই নৌকা ডুবে ঘটল বিপত্তি। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে বিহারের মুজফ্ফরপুরে। সেখানকার গাইঘাট থানা এলাকার বাগমতী নদীতে ঘটেছে এই নৌকাডুবির ঘটনা। বৃহস্পতিবার সকালে ওই নৌকায় করে ৩৪ জন ছাত্র যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। নৌকাডুবির খবর পেতেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করে। রাজ্যের বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। শেষ পাওয়া খবর অনুযায়ী ২০ জন ছাত্রকে উদ্ধার করা গিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের আধিকারিকরাও গিয়েছেন ঘটনাস্থলে। তবে এই ঘটনায় কোনও প্রাণহানি ঘটেছে কি না তা এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগমতী নদীতে পার করে স্কুলে যাচ্ছিল ওই পড়ুয়ারা। পিপল ঘাট থেকে ভাটগামা মধুরপট্টি ঘাটে যাচ্ছিল নৌকাটি। সে সময়ই মাঝনদীতে উল্টে যায় নৌকা। তবে কী করে এই দুর্ঘটনা ঘটল সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

 

তবে এই ঘটনার পরই স্থানীয়দের ক্ষোভ সামনে এসেছে। নৌকাডুবির খবর পেয়ে ঘাটের ধারে ভিড় জমান প্রচুর স্থানীয় বাসিন্দা। তাঁরা জানিয়েছেন, এই এলাকায় দীর্ঘদিন ধরে ব্রিজ তৈরির দাবি জানানো হচ্ছে। কিন্তু তা নিয়ে প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ তাঁদের। ঘটনাক্রমে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বৃহস্পতিবার রয়েছেন মুজফ্ফরপুর জেলাতেই। এই জেলায় একটি ক্যানসার হাসপাতালের উদ্বোধন করবেন তিনি।

Next Article