দৃশ্য আরও ভয়ঙ্কর, নদীর পাড়ে বালির মধ্যে সমাহিত একের পর এক দেহ

তন্নিষ্ঠা ভাণ্ডারী | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 13, 2021 | 10:29 AM

গঙ্গায় মৃতদেহ ভেসে আসার ঘটনা প্রকাশ্যে এসেছে বিহার ও উত্তরপ্রদেশে। আর এবার ফের চোখে পড়ল আরও এক বীভৎস দৃ্শ্য।

দৃশ্য আরও ভয়ঙ্কর, নদীর পাড়ে বালির মধ্যে সমাহিত একের পর এক দেহ
উন্নাওয়ের সেই ছবি

Follow Us

উন্নাও: প্রত্যেক দিন নদীর তীরে ভেসে আসা মৃতদেহের ভিড় ঘুম উড়িয়েছে ইতিমধ্যেই। বক্সার কিংবা গাজিপুরের দৃশ্যগুলো দেশের কঠিন সময়কে আরও প্রকট করেছে। আর এবার দেখা গেল সার বেঁধে বালির মধ্যে পুঁতে দেওয়া হয়েছে মৃতদেহ। গঙ্গার পাড়ে এমনই ছবি দেখা গেল উত্তরপ্রদেশের উন্নাওতে।

রাজধানী লখনউ থেকে মাত্র ৪০ কিলোমটার দূরে এই দৃশ্য দেখা গিয়েছে। নদীর দুই পাড়েই একই ছবি। স্থানীয়দের মোবাইলে তোলা ছবিতে দেখা যাচ্ছে বালির মধ্যে পড়ে রয়েছে একের পর এক দেহ। বেশির ভাগ দেহ গেরুয়া কাপড়ে মোড়া। এই দেহগুলি করোনা আক্রান্তের কিনা, সেই বিষয়ে কোনও স্পষ্ট তথ্য নেই স্থানীয় প্রশাসনের কাছে।

জেলাশাসক রবীন্দ্র কুমার জানিয়েছেন, কিছু মানুষ দেহ ভস্মীভূত না করে বালির মধ্যে সমাহিত করেন। খবর পেয়ে আধিকারিকদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। স্থানীয়দের বিশ্বাস মৃতদেহ পোড়ানোর কাঠের অভাবে কেউ কেউ এ ভাবে দেহ বালিতে সমাধিস্থ করার সিদ্ধান্ত নিয়েছেন। অনেকে মনে করছেন, যোগী রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যুর হিসেবে যে গরমিলের অভিযোগ উঠছে, তা বালিতে সমাহিত করে এ ভাবেই ধামাচাপা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ভ্যাকসিন উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নিতে যেতে আরও কতদিন? কেন্দ্রকে জানাল দুই সংস্থা

এর আগে গত কয়েকদিন ধরে বিহার, উত্তরপ্রদেশে গঙ্গায় ভেসে এসেছে মোট ৯৬টি দেহ। সৎকারের জায়গার অভাবে করোনা আক্রান্তদের দেহ এভাবে নদীতে ফেলে দেওয়া হচ্ছে বলে অনুমান। বিহারের বক্সারে পাওয়া গিয়েছে ৭১টি দেহ ও উত্তর প্রদেশের গাজিপুরে ২৫টি। তবে দেহগুলি সত্যিই করোনা আক্রান্তের কিনা, সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য নেই। এই ঘটনায় দুই রাজ্যের কাছ থেকেই এই বিষয়ে রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্র গজেন্দ্র সিং শেখাওয়াত।

 

 

Next Article