নয়া দিল্লি: সৎ ও সাহসী রাজনীতিকদেরই আমি পছন্দ করি। সম্প্রতি এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে গিয়ে এমনটাই বলেন বলিউড অভিনেতা তথা পতৌদি পুত্র সইফ আলি খান। রাজনৈতিক বিষয়ে কোনওদিনই সেভাবে মুখ খুলতে দেখা যায়নি সইফকে। সোশ্যাল মিডিয়া থেকেও দূরেই থাকেন তিনি। তবে ওই অনুষ্ঠানে গিয়ে যেভাবে কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রশংসা করলেন, তাতে অবাক অনেকেই। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী বা অরবিন্দ কেজরীবালের মতো নেতাদের মধ্যে কাকে সৎ ও সাহসী রাজনীতিক বলে মনে করেন তিনি?
উত্তরে সইফ বলেন, “ওঁরা সবাই সাহসী রাজনীতিক। তবে রাহুল গান্ধী যা করে দেখিয়েছেন, তা প্রশংসার যোগ্য।” সব অপমানের জবাব দিয়ে রাহুল গান্ধী ঘুরে দাঁড়িয়েছেন বলেই মনে করেন সইফ। তিনি বলেন, “একটা সময় রাহুল গান্ধীকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। তিনি যা করতেন, যা বলতেন, তার জন্য অনেক অপমানিত হতে হয়েছে। কিন্তু তিনি ঘুরে দাঁড়িয়েছেন। অনেক পরিশ্রম করেছেন।”
সইফ আরও উল্লেখ করেছেন যে তিনি রাজনীতি থেকে দূরেই থাকেন, তবে তিনি মনে করেন, দেশের মানুষ এটা স্পষ্ট করে দিয়েছে যে গণতন্ত্র এখনও বেঁচে আছে। তবে অভিনেতার স্পষ্ট বক্তব্য, ‘আমি রাজনীতিক নই, হতেও চাই না।’
কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ তাঁর এক্স হ্যান্ডেলে ওই ভিডিয়ো পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘এটা সত্যি যে রাহুল গান্ধী নিজের পরিশ্রম দিয়ে যা করেছেন, তাতে অনেকেরই দৃষ্টিভঙ্গী বদলে গিয়েছে।’