Nora Fatehi: জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক নেই, ফেরাতে চেয়েছিলেন সুকেশের উপহারও! জানালেন নোরা ফতেহি

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 03, 2022 | 1:18 PM

Nora Fatehi: সূত্রের খবর, তদন্তকারী সংস্থার প্রশ্নের উত্তরে নোরা জানান, তিনি সুকেশ চন্দ্রশেখরের অপরাধের ইতিহাস সম্পর্কে কিছুই জানতেন না। জ্যাকলিনের সঙ্গেও তাঁর কোনও সম্পর্ক নেই।

Nora Fatehi: জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক নেই, ফেরাতে চেয়েছিলেন সুকেশের উপহারও! জানালেন নোরা ফতেহি
নোরা ফতেহি।

Follow Us

নয়া দিল্লি: জ্যাকলিন ফার্নান্ডেজ়ের পর এবার জেরার মুখে অভিনেত্রী নোরা ফতেহিও। ২০০ কোটির তোলাবাজির ঘটনায় প্রধান অভিযুক্ত ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগ থাকার সূত্র ধরেই শুক্রবার দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স শাখার আধিকারিকরা ঘণ্টার পর ঘণ্টা ধরে প্রশ্ন করেন নোরা ফতেহিকে। যদিও বলিউডের নতুন আইটেম গার্ল নোরা ফতেহি জানিয়েছেন যে সুকেশের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না। সুকেশের পরিচয় বা অপরাধের ইতিহাস সম্পর্কেও কিছু জানতেন না বলেই দাবি করেছেন তিনি। একইসঙ্গে এই মামলায় অপর অভিযুক্ত বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়ের সঙ্গেও তাঁর কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন।

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক তছরুপের মামলাতেই শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নোরা ফতেহিকে ডাকা হয়। তাঁকে প্রায় ৫০টি প্রশ্ন করা হয়। সুকেশের কাছ থেকে নোরা কী কী উপহার পেয়েছিল, কার কার সঙ্গে কথা বলতেন, কোথায় সুকেশের সঙ্গে দেখা করতেন-এই সংক্রান্ত নানা প্রশ্ন করা হয়। তদন্তে নোরা ফতেহি সহযোগিতা করছেন বলেও জানা গিয়েছে।

সূত্রের খবর, তদন্তকারী সংস্থার প্রশ্নের উত্তরে নোরা জানান, তিনি সুকেশ চন্দ্রশেখরের অপরাধের ইতিহাস সম্পর্কে কিছুই জানতেন না। জ্যাকলিনের সঙ্গেও তাঁর কোনও সম্পর্ক নেই। সুকেশের সঙ্গে তিনি এবং জ্যাকলিন আলাদাভাবে কথা বলেছিলেন। সুকেশের স্ত্রীও নোরার সঙ্গে নেইল আর্টের অনুষ্ঠান সম্পর্কে কথা বলেছিলেন। এরপর থেকে বেশ কয়েকবার সুকেশের স্ত্রীর সঙ্গে নোরার কথা হয়। তাঁরা নোরা ফতেহিকে একটি বিএমডব্লু গাড়িও উপহার দিয়েছিলেন। সরাসরি সুকেশের সঙ্গে খুব বেশি কথা বলেননি নোরা, মূলত তাঁর ম্যানেজারের সঙ্গেই সুকেশ কথা বলতেন।

উল্লেখ্য, এর আগেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুকেশ চন্দ্রশেখর ও নোরা ফতেহিকে একসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য় ডেকেছিলেন। সেই সময় নোরা জানিয়েছিলেন ২০২০ সালের ১২ ডিসেম্বরের আগে তিনি কখনও কথা বলেননি। যদিও সুকেশ জানান যে, দুই সপ্তাহ আগেই নোরার সঙ্গে কথা বলেছিলেন তিনি। নোরাকে যে বিএমডব্লুটি উপহার দেওয়া হয়েছিল, সেটি পরে তিনি ফেরত দিতে চেয়েছিলেন। সুকেশ চন্দ্রশেখর দাবি করেছিলেন, তিনি ওই বলি অভিনেত্রীকে নগদ টাকা ও চারটি ডিজাইনার ব্যাগ উপহার দিয়েছিলেন। যদিও নোরা জানান, তিনি কোনও ব্যাগ উপহার পাননি। একটি ইভেন্টে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সেখানে তাঁকে জনসমক্ষেই গুচি ব্যাগ ও আইফোন ১২ উপহার দিয়েছিলেন।

Next Article