Israel embassy Delhi: ইজরায়েলি দূতাবাসের কাছেই জোরাল বিস্ফোরণ! ঘটনাস্থলে দিল্লি পুলিশ-এনআইএ

Dec 26, 2023 | 8:12 PM

Blast near Israel embassy: মঙ্গলবার (২৬ ডিসেম্বর), সন্ধ্যায় নয়া দিল্লির চানক্যপুরী এলাকায় ইজরায়েলি দূতাবাসের কাছেই এক জায়গায় জোরাল বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ফোনে দিল্লি পুলিশকে এই বিস্ফোরণের খবর দেওয়া হয়।

Israel embassy Delhi: ইজরায়েলি দূতাবাসের কাছেই জোরাল বিস্ফোরণ! ঘটনাস্থলে দিল্লি পুলিশ-এনআইএ
বিস্ফোরণের পর ঘটনাস্থলে তদন্তকারীরা
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: নয়া দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছেই বিস্ফোরণ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর), সন্ধ্যায় নয়া দিল্লির চানক্যপুরী এলাকায় ইজরায়েলি দূতাবাসের কাছেই এক জায়গায় জোরাল বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ফোনে দিল্লি পুলিশকে এই বিস্ফোরণের খবর দেওয়া হয়। তারপরই, ঘটনাস্থলে পৌঁছেছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। পৌঁছেছে দমকল বিভাগের কর্মীরা এবং জাতীয় তদন্ত সংস্থার আধিকারিকরাও। সূত্রের খবর, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি, প্রথমে দমকল বিভাগে ফোন করে এই বিস্ফোরণের খবর দেন। দমকল থেকেই পুলিশকে জানানো হয়ট বিষয়টি। সূত্রের খবর, ইজরায়েলি দূতাবাসের ঠিক পিছনেই এই বিস্ফোরণ হয়েছে।

সূত্রের খবর, এদিন সন্ধ্যা ৬টা নাগাদ ওই আসে। দমকল বিভাগকে ওই ব্যক্তি জানান, ইজরায়েলি দূতাবাসের পিছনে অবস্থিত এক ফাঁকা জমিতে একটি বিস্ফোরণ ঘটেছে। তবে, এখনও পর্যন্ত তল্লাশি চালিয়ে ওই এলাকায় কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে দিল্লি পুলিশ। দিল্লি দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গও জানিয়েছেন, কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। তবে, সেখানে যে একটা বিস্ফোরণ ঘটেছে, সেটা নিশ্চিত। এই খবর নিশ্চিত করেছে খোদ ইজরায়েলি বিদেশ মন্ত্রক। ইজরায়েলি দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, “বিকেল ৫টা বেজে ১০ মিনিট নাগাদ দূতাবাসের কাছে একটি বিস্ফোরণ হয়েছে। এই খবর নিশ্চিত করছি। দিল্লি পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি এখনও পরিস্থিতি তদন্ত করছে।”

বিস্ফোরণের শব্দ পেয়েছেন স্থানীয় বাসিন্দারাও। দিল্লির ইজরায়েল দূতাবাসের কাছেই, পৃথ্বীরাজ রোডে অবস্থিত সেন্ট্রাল হিন্দি ট্রেনিং ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী তেজু চিত্রি বলেছেন, “আমি বিকেল ৫টার দিকে একটা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলাম। বাইরে এসে দেখলাম একটি গাছের কাছ থেকে ধোঁয়া বের হচ্ছে। বিস্ফোরণটা অত্যন্ত জোরাল ছিল, প্রচণ্ড জোরে শব্দ হয়েছিল।” এই ঘটনায় এখনও পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি। কীসের থেকে বিস্ফোরণ ঘটল, কেউ ঘটালো না অন্য কোনওভাবে ঘটল, কিছুই এখনও পর্যন্ত পরিষ্কার নয়।  

Next Article