Firecracker order: ‘যেন দিল্লি না হয়ে যায়’, দীপাবলিতে বাজি ফাটানোর সময় কমল

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 10, 2023 | 10:12 PM

Bombay High Court: দীপাবলির আনন্দ যেন সমস্যার কারণ হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে আবেদন জানিয়েছে আদালত। দূষণ-পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে বম্বে হাইকোর্ট জানায়, "আমরা একটি জরুরি এবং কঠোর পরিস্থিতির মধ্যে রয়েছি। সেটা মোকাবিলায় অনেক প্রচেষ্টা নেওয়া হয়েছে, তবে হয়তো আরও কিছু করা দরকার।"

Firecracker order: যেন দিল্লি না হয়ে যায়, দীপাবলিতে বাজি ফাটানোর সময় কমল
প্রতীকী ছবি।
Image Credit source: PTI

Follow Us

বম্বে

মুম্বই: দিল্লির মতো অবস্থা যেন না হয়! দিল্লির বায়ু দূষণ (Air pollution) ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছেছে। রীতিমতো শ্বাসকষ্ট শুরু হয়েছে শিশু ও বয়স্কদের। মুম্বইয়ের (Mumbai) দূষণ-পরিস্থিতিও খুব একটা ভাল জায়গায় নেই। তাই মুম্বইয়ে দীপাবলিতে বাজি ফাটানোর (Firecracker) সময়সীমা আরও কমানো হল। শুক্রবারই এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে বম্বে হাইকোর্ট।

বম্বে হাইকোর্ট সূত্রে খবর, মুম্বইয়ের দূষণ নিয়ে বেশ কতকগুলি জনস্বার্থ পিটিশন দায়ের হয়েছে বম্বে হাইকোর্টে। যার প্রেক্ষিতে দীপাবলিতে বাজি ফাটানোর উপর বিশেষ সময়সীমা জারি করে আদালত। মুম্বইয়ে দীপাবলিতে বাজি ফাটানোর সময়সীমা সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ধার্য করা হয়েছিল। গত ৬ নভেম্বর বম্বে হাইকোর্টের মুখ্য বিচারপতি ডি.কে উপাধ্যায় এবং বিচারপতি জি. এস কুলকার্নির ডিভিশন বেঞ্চ মহারাষ্ট্রের সমস্ত পুর এলাকার জন্য এই সময়সীমা বেঁধে দিয়েছিলেন। কিন্তু, এদিন ফের এই মামলার শুনানিতে বাজি ফাটানোর সময়সীমা আরও ১ ঘণ্টা কমিয়ে দিলেন বিচারপতি উপাধ্যায় ও বিচারপতি কুলকার্নির ডিভিশন বেঞ্চ। অর্থাৎ দীপাবলিতে রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বাজি ফাটানোর নির্দেশিকা জারি করেছে বম্বে হাইকোর্ট। এই রায় দিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি উপাধ্যায়। বলেন, যেন দিল্লি না হয়ে যায়। আসুন, মুম্বইকর যেন থাকি।

দীপাবলির আনন্দ যেন সমস্যার কারণ হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে মুম্বইবাসীর কাছে আবেদন জানিয়েছে আদালত। দূষণ-পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে বম্বে হাইকোর্ট জানায়, “আমরা একটি জরুরি এবং কঠোর পরিস্থিতির মধ্যে রয়েছি। সেটা মোকাবিলায় অনেক প্রচেষ্টা নেওয়া হয়েছে, তবে হয়তো আরও কিছু করা দরকার।”

Next Article