নাগপুর: অশ্লীল পোশাক, অশালীন নাচ নিয়ে বড় রায় দিল বম্বে হাইকোর্ট। ছোট স্কার্ট পরা, উত্তেজক নাচ অশ্লীল কাজের (Obscene act) মধ্যে পড়ে না বলে জানাল বম্বে হাইকোর্টের। কেবল পর্যবেক্ষণ জানানো নয়, ছোট স্কার্ট পরা মহিলাদের উত্তেজক নাচ দেখার যে অভিযোগ দায়ের হয়েছিল, তারও কড়া নিন্দা করে আদালত। এব্যাপারে পুলিশের নিন্দা করে অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলাও খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট (Bombay high court)।
আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারপতি বিনয় যোশী ও বিচারপতি বাল্মীকি এসএ মেনিজেস জানান, ছোট স্কার্ট পরা, উত্তেজক নাচ দেখা আদৌ অশ্লীল কি না সেটা পুলিশ আধিকারিক বিবেচনা করতে পারেন না। কোন কাজগুলি অশ্লীল, সে বিষয়ে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করা আমাদের পক্ষ থেকে বিপরীতমুখী কাজ হবে। আমরা এই বিষয়ে একটি প্রগতিশীল দৃষ্টিভঙ্গি নিতে পছন্দ করি এবং পুলিশ কর্মকর্তাদের হাতে এই সিদ্ধান্ত ছেড়ে দিতে রাজি নই। এভাবে নিজেদের মত চাপিয়ে দিলে সেটা মানুষের কাছে বিরক্তির কারণ হবে।
বিতর্কের সূত্রপাত, গত মে মাসে এক অনুষ্ঠানে অভিযুক্ত ৫ জন স্বল্পবসনা মহিলাদের উত্তেজক নাচ দেখে তাঁদের দিকে টাকা ছোড়ে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ ওই ৫ জনকে গ্রেফতার করে এবং ঘটনাটি অশ্লীল বলে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। অশ্লীল কাজের আইনের অধীনের ২৯৪ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যার পাল্টা বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্তরা। সেই মামলার শুনানিতেই অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর খারিজ করে দিয়ে পুলিশকে ভর্ৎসনা করল বম্বে হাইকোর্ট।
এই মামলার পর্যবেক্ষণে বিচারপতি আরও জানিয়েছেন, ভারতের বর্তমান সমাজ খোলামেলা পোশাক মেনে নিয়েছে। সিনেমা হোক বা সাঁতারের পোশাক খোলামেলা বলে মেনে নিয়েছে। তাই এক্ষেত্রে ২৯৪ ধারাটি গ্রহণযোগ্য নয় বলে আদালত জানিয়েছে।