Marriage: বিয়ের জন্য ছুটি দেয়নি বস, বিদেশ থেকে বসেই যা করল যুবক…

Bizarre: বিয়ের জন্য ছুটি চাই। বসের কাছে লম্বা ছুটির আবেদন করেছিলেন যুবক। কিন্তু কিছুতেই ছুটি দিতে রাজি নন বস। এদিকে, বিয়েও পিছানো সম্ভব নয়। শেষে বিয়ে করতেই অভিনব পন্থা খুঁজে বের করলেন যুবক।

Marriage: বিয়ের জন্য ছুটি দেয়নি বস, বিদেশ থেকে বসেই যা করল যুবক...
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Nov 08, 2024 | 2:58 PM

সিমলা: বিদেশে চাকরি করেন। বিয়ের জন্য ছুটি চাই। বসের কাছে লম্বা ছুটির আবেদন করেছিলেন যুবক। কিন্তু কিছুতেই ছুটি দিতে রাজি নন বস। এদিকে, বিয়েও পিছানো সম্ভব নয়। শেষে বিয়ে করতেই অভিনব পন্থা খুঁজে বের করলেন যুবক। ভিডিয়ো কলেই সেরে নিলেন বিয়ে। তুরস্ক থেকে হিমাচল প্রদেশের মান্ডিতে হল বিয়ে।

আদনান মহম্মদ নামক ওই যুবক ছত্তীসগঢ়ের বিলাসপুরের বাসিন্দা। তবে কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই তুরস্কে থাকেন। ওই যুবকের বিয়ে ঠিক হয় হিমাচল প্রদেশের মান্ডির এক যুবতীর সঙ্গে। পাত্রীর আবার ঠাকুর্দার শরীর খারাপ। তাই তিনি চেয়েছিলেন যত দ্রুত সম্ভব বিয়ে হয়ে যাক। সেই মতোই বিয়ের তারিখও ঠিক করা হয়। কিন্তু বাধ সাধল চাকরি। তুরস্ক থেকে ভারতে এসে বিয়ে করার জন্য যতদিন ছুটির দরকার, তা দিতে নারাজ অফিসের বস।

নিরুপায় হয়ে যুবক সিদ্ধান্ত নেন অনলাইনেই তিনি বিয়ে সারবেন। ভার্চুয়ালি নিকাহ হবে তাঁর। যেমন ভাবা, তেমন কাজ। বিলাসপুর থেকে মান্ডি এল বরযাত্রী। নেই শুধু বর। মণ্ডপে পৌঁছে ভিডিয়ো কল করা হল যুবককে। অনলাইনেই তিনবার ‘কবুল হ্যায়’ বলে বিয়ে করলেন যুবক। সোমবার এই বিয়ে হয়। বিয়ের পর জমিয়ে খাওয়া-দাওয়াও চলে। শুধু আনন্দ-অনুষ্ঠান থেকে বাদ পড়লেন পাত্র। তাঁকে ভার্চুয়ালিই সব কিছু উপভোগ করতে হল।

প্রসঙ্গত, অনলাইনে ভাইফোঁটা, বিয়ের আশীর্বাদের মতো একাধিক উদাহরণ রয়েছে। গত বছর জুলাই মাসে সিমলার এক যুবকের বিয়ে ছিল কুলুর যুবতীর সঙ্গে। কিন্তু হঠাৎ ধস ও হড়পা বান নামায় পাত্র মণ্ডপে পৌঁছতে পারেননি। শেষে ভার্চুয়ালিই বিয়ে করেন তারা।