Birbhum: পেয়ারা চাইতে বাড়িতে ঢুকেছিল যুবক, কিছুক্ষণের মধ্যেই শোনা গেল যুবতীর চিৎকার, কাণ্ড দেখে চোখ কপালে প্রতিবেশীদের

Birbhum: কিছু সময় পরে বাড়ির লোকজন ফিরে এলে তাঁদের সব খুলে বলে নির্যাতিতা। কিছু সময়ের মধ্যেই দুবরাজপুর থানায় দায়ের হয় অভিযোগ অভিযোগ। অভিযোগ পেতেই দ্রুত অ্যাকশন শুরু করে দেয় পুলিশ।

Birbhum: পেয়ারা চাইতে বাড়িতে ঢুকেছিল যুবক, কিছুক্ষণের মধ্যেই শোনা গেল যুবতীর চিৎকার, কাণ্ড দেখে চোখ কপালে প্রতিবেশীদের
প্রতীকী ছবি Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2024 | 2:39 PM

দুবরাজপুর: ফের নারী নির্যাতনের ঘটনা। যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা দুবরাজপুর থানার অন্তর্গত দুবরাজপুর শহর সংলগ্ন একটি গ্রামে। ইতিমধ্যেই দুবরাজপুর থানায় গোটা ঘটনার কথা জানিয়ে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। তবে অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায়। দোষীর কঠোর শাস্তির দাবিও উঠেছে। 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। সূত্রের খবর, পেয়ারা নিতে প্রথমে ওই যুবতীর বাড়িতে যান ওই যুবক। সেই সময় যুবতীর মা পাশে একটি মুদির দোকানে গিয়ছিলেন। অভিযোগ, যুবতীর একা থাকার সুযোগ নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ওই যুবক। ঘটনার আকস্মিকতায় যুবতী প্রথমে হতবাক হয়ে গেলেই পরিস্থিতি বুঝে চিৎকার শুরু করে দেন ওই যুবতী। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। আর সেই সুযোগেই পালিয়ে যায় ওই যুবক। 

কিছু সময় পরে বাড়ির লোকজন ফিরে এলে তাঁদের সব খুলে বলে নির্যাতিতা। কিছু সময়ের মধ্যেই দুবরাজপুর থানায় দায়ের হয় অভিযোগ অভিযোগ। অভিযোগ পেতেই দ্রুত অ্যাকশন শুরু করে দেয় পুলিশ। যদিও ততক্ষণে আর খোঁজ পাওয়া যাচ্ছে না অভিযুক্তের। ইতিমধ্যেই যুবতীর মেডিক্যাল পরীক্ষার তোড়জোড় শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত,  দিন চারেক আগেও দুবরাজপুর থানা এলাকায় এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। সেই ঘটনায় দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু সে ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এ ঘটনায় প্রশ্ন উঠছে এলাকার নিরাপত্তা নিয়ে।