Note Garland: বরের গলা থেকে ছিনতাই নোটের মালা, খোয়া গেল দেড় লাখ

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jan 28, 2023 | 4:02 PM

Groom: বিয়ে করতে যাওয়ার সময় ওই টাকার মালা পরেছিলেন রিজওয়ান। তাঁর জামাই বাবু সরফরাজ খান এই টাকার মালা তাঁকে উপহার দিয়েছিলেন।

Note Garland: বরের গলা থেকে ছিনতাই নোটের মালা, খোয়া গেল দেড় লাখ
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: বিয়ে করতে যাচ্ছেন বর। ঘোড়ায় চড়ে বরের সাজে যাচ্ছেন। গলা তাঁকে পরিয়ে দেওয়া হয়েছে টাকার মালা। ৫০০ টাকার নোট দিয়ে তৈরি সেই মালার মূল্য লক্ষাধিক টাকা। বাজনা বাজিয়ে বর যাচ্ছেন লজের উদ্দেশে। সেখানেই হবে বিয়ে। কিন্তু মাঝপথে গঠল বিপত্তি। কোথা থেকে একটি ছেলে এসে বরের গলায় থাকা টাকার মালা টেনে নিয়ে পালিয়ে গেল। সঙ্গে সঙ্গে বরযাত্রীর লোকেরাও ছুটলেন সেদিকে। কিন্তু রাস্তার পাশেই থাকা জঙ্গলে ঢুকে যান ওই চোর। বৃহস্পতিবার রাতের এই ঘটনা নিয়ে ব্যাপক হইচই পড়ে যায়। পশ্চিম দিল্লির মায়াপুরীতে ঘটে এই ঘটনা। ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে থানায়। এর পর পুলিশ ধরেছে ওই চোরকে। তার কাছ থেকে মালায় থাকা টাকার একাংশ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, ৩২৯টি নোট দিয়ে বানানো হয়েছিল ওই মালা। যার মূল্য প্রায ১ লক্ষ ৬৪ হাজার টাকা।

রিজওয়ান খান নামের ২৭ বছরের এক যুবকের বিয়ে ছিল বৃহস্পতিবার। বিয়ে করতে যাওয়ার সময় ওই টাকার মালা পরেছিলেন রিজওয়ান। তাঁর জামাই বাবু সরফরাজ খান এই টাকার মালা তাঁকে উপহার দিয়েছিলেন। কিন্তু বিয়ে করতে যাওয়ার পথে এক যুবক সেই টাকার মালা ছিনিয়ে নিয়ে চলে যায়। তাড়া করতেও তাঁকে ধরতে পারেননি সেখানে উপস্থিত বাকিরা। রাত সাড়ে ৯টা নাগাদ ঘটেছিল এই ঘটনা।

ঘটনা নিয়ে রিজওয়ানের ভাই ইমরাম জানিয়েছেন। বিয়ের শোভাযাত্রা যাচ্ছিল। মধ্যে এক ট্রান্সজেন্ডার একটু ঝামেলা করে। তখনই নোটের মালা চুরি হয়। তিনি বলেছেন, “আমার ভাই মালা আকড়ে ধরার চেষ্টা করছিলেন। কিন্তু চেষ্টা করেও পারেননি। তা করতে হাতেও লেগেছিল তাঁর। আমরা ধাওয়া করেছিলাম। কিন্তু স্থানীয়রা জানায়, এলাকা ভাল নয়। ছিনতাইকারীরা পাল্টা আক্রমণ করতে পারে।”

এই ঘটনার তদন্তে নেমেছিল পুলিশ। তখন ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করে। ওই কিশোরের থেকে খোয়া যাওয়া টাকার মধ্যে ৭৯টি নোট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Next Article