Bizarre: বিয়ের রাতেই পেটে ব্যথা কনের, পরের দিনই জন্ম দিলেন সন্তানের!

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jun 30, 2023 | 7:31 PM

Pregnant Bride: গ্রেটার নয়ডার এক গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তেলঙ্গানার সেকেন্দরাবাদের এক তরুণীর। দেখা শোনা করেই বিয়ে ঠিক হয় কয়েক মাস আগে। তখন মেয়ের পেট ফুলে থাকা দেখে প্রশ্নে তোলেন বরপক্ষের লোকেরা। কিন্তু কন্যাপক্ষের তরফে জানানো হয়েছিল, কিডনির অস্ত্রোপচারের জন্য পেট ফুলে আছে কনের।

Bizarre: বিয়ের রাতেই পেটে ব্যথা কনের, পরের দিনই জন্ম দিলেন সন্তানের!
প্রতীকী ছবি

Follow Us

নয়ডা: চলছে বিয়ের অনুষ্ঠান। গান-বাজনা, খাওয়া-দাওয়ায় মেতে বিয়ে বাড়ির আমন্ত্রিতরা। কনেও সাজগোজ করে তৈরি। কিন্তু বিয়ের রাতেই কনের পেটে ব্যথা শুরু হল। তা নিয়ে বেশ চিন্তায় বরের বাড়ির লোকেরা। ওই রাতেই কনেকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু সেখানে যাওয়ার পর চিকিৎসকেরা কনের পেটে ব্যথার যে কারণ জানিয়েছেন তাতে চমকে গিয়েছে বরপক্ষ। হাসপাতালের চিকিৎসকরা জানান, কনে ৭ মাসের অন্তঃসত্ত্বা। এর পরের দিনই কনে এক কন্যা সন্তানের জন্ম দেন। গ্রেটার নয়ডার এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হাসির রোল উঠেছে। অপর দিকে গোটা ঘটনায় বরপক্ষের তো মাথায় হাত।

গ্রেটার নয়ডার এক গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তেলঙ্গানার সেকেন্দরাবাদের এক তরুণীর। দেখা শোনা করেই বিয়ে ঠিক হয় কয়েক মাস আগে। তখন মেয়ের পেট ফুলে থাকা দেখে প্রশ্নে তোলেন বরপক্ষের লোকেরা। কিন্তু কন্যাপক্ষের তরফে জানানো হয়েছিল, কিডনির অস্ত্রোপচারের জন্য পেট ফুলে আছে কনের। সেই কথাতে বিশ্বাস করেই বিয়ের ঠিক হয়েছিল। ২৬ জুন বিয়ে হয় তাঁদের। সেই রাতেই পেটে যন্ত্রণা হয় করেন। হাসপাতালে নিয়ে যেতেই বরপক্ষ জানতে পারেন কনে সাত মাসের অন্তঃসত্ত্বা। এর পর দিন এক কন্যা সন্তানের জন্মও দিয়েছেন ওই যুবতী।

এই ঘটনা সামনে আসতেই ঝামেলা বাধে বর ও কনে পক্ষের মধ্যে। ওই কনেকে গ্রহণ করতে রাজি হননি বর ও তাঁর বাড়ির লোকেরা। তবে কনে বাড়ির লোক কনে ও নবজাতককে ফিরিয়ে নিয়েছেন। দুই পরিবারের মধ্যে ঘটনার মিটমাট হওয়ায় এ নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি থানায়।

Next Article