Landslide in Sikkim: নদীর জলে ভেসে গেল পেলিং যাওয়ার রাস্তা, এখনও সিকিমে আটকে ৩০০ পর্যটক

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 18, 2023 | 9:51 PM

Sikkim flood: টানা বৃষ্টিতে বিপর্যস্ত সমগ্র সিকিম। চরম সমস্যায় পড়েছেন পর্যটকেরা। যদিও আটকে পড়া পর্যটক ও বন্যা-দুর্গতদের সাহায্যে দুটি হেল্পলাইন খুলেছে সিকিম সরকার। হেল্পলাইন নম্বরগুলি হল, 8509822997 ও 8116464265।

Landslide in Sikkim: নদীর জলে ভেসে গেল পেলিং যাওয়ার রাস্তা, এখনও সিকিমে আটকে ৩০০ পর্যটক
সিকিমে ভেসে গেল ব্রিজ।

Follow Us

গ্যাংটক: দুর্যোগ শুরু হওয়ার পর তিনদিন পেরিয়ে গিয়েছে। এখনও ভাসছে ছোট্ট পাহাড়ি রাজ্য সিকিম (Sikkim)। টানা বৃষ্টির জেরে এবার সিকিমের একাধিক জায়গায় ধস (Landslide) নামতে শুরু করেছে। উত্তর সিকিমের লাচেন, লাচুং আগেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এবার নদীর জলে ভেসে গেল পেলিং (Pelling) যাওয়ার রাস্তাও। এছাড়া সিকিমের একাধিক জায়গায় ধস নামতে শুরু করেছে। ভেঙে পড়েছে শতাধিক বাড়ি। সবমিলিয়ে, বিপর্যস্ত অবস্থা সমগ্র সিকিমের। চরম সমস্যায় পড়েছেন পর্যটকেরা। যদিও আটকে পড়া পর্যটক ও বন্যা-দুর্গতদের সাহায্যে দুটি হেল্পলাইন খুলেছে সিকিম সরকার। হেল্পলাইন নম্বরগুলি হল, 8509822997 ও 8116464265।

প্রশাসন সূত্রে খবর, কালাজ, রামবান নদীর জল নির্দিষ্ট সীমার উপর দিয়ে বইছে। কালাজ নদীর জলে ভেসে গিয়েছে পেলিং যাওয়ার রাস্তা। রামবান নদীর জলও রাস্তার উপর দিয়ে বইছে। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ও সেতু। উত্তারে থেকে সোপাখা যাওয়ার দুটি সেতু একেবারে ভেসে গিয়েছে। পার্শ্ববর্তী পোলট্রি ফার্মও ভেসে গিয়েছে। অন্যদিকে, কালাজ নদীর জলের তোড়ে বহু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। এমনকি নদী তীরবর্তী একটি শ্মশান ও খনিও ভেসে গিয়েছে। আবার নিম্ন ওখরে এলাকার সোমবারিয়ায় বহু বাড়ি ভেঙে পড়েছে। প্রশাসনের তরফে অবশ্য বন্যা-দুর্গতদের অন্যত্র সরানো হয়েছে।

এদিকে, রামাম নদীর জলে পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিমের যোগাযোগের সমস্ত সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাংলা-সিকিমের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার পর্যন্ত প্রায় সাড়ে ৩ হাজার পর্যটক উত্তর সিকিমে আটকে ছিলেন। তাঁদের উদ্ধারকাজে নেমেছিল সেনা। শেষ পাওয়া খবর পর্যন্ত, এখনও ৩০০ পর্যটক আটকে রয়েছেন। তাঁদের সকলকে উদ্ধার করে গ্যাংটকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিকিম ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের জেনারেল সেক্রেটারি সম্রাট সান্যাল। সমস্ত পর্যটকদের গাড়ির পারমিট আপাতত বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Next Article