Moral Policing: ‘চরিত্রে দোষ’ সন্দেহে ভাই-বোনকে গাছে বেঁধে মার গ্রামবাসীদের
Madhya Pradesh: পুলিশ সূত্রে জানা গিয়েছে, বামান্ডা গ্রামে বাড়ি কলাবতী নামের এক মহিলার। সেখানে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁর তুতো দাদা।
ভোপাল: চরিত্রে দোষে আছে- এই সন্দেহে ভাই-বোনকে গাছে বেঁধে মারধর করার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। সেই ঘটনার কথা শুনতেই অবাক হচ্ছেন নেটিজেনরা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের খান্ডোয়া জেলায়। খান্ডোয়া জেলার পিপলড থানার অন্তর্গত বামান্ডা গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে ওই ভাই-বোনকে মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বামান্ডা গ্রামে বাড়ি কলাবতী নামের এক মহিলার। সেখানে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁর তুতো দাদা। সে সময় কলাবতীর স্বামী বাড়ির বাইরে গিয়েছিলেন। বাড়ির উঠোনে খাটে বসে দাদার সঙ্গে কথা বলছিলেন কলাবতী। তখনই গ্রামে খবর রটে স্বামীর অনুপস্থিতিতে পরপুরুষকে ঘরে ডেকেছেন ওই মহিলা। এর পরই গ্রামবাসীরা চড়াও হন সেখানে।
কলাবতীর বাড়িতে এসে গ্রামবাসীরা ধরে আনে কলাবতী ও তাঁর তুতো দাদাকে। তার পর বাড়ির সামনে একটি গাছে বেঁধে রাখা হয় তাঁদের। এবং মারধর করা হয় বলে অভিযোগ। লাঠি দিয়ে তাঁদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনার ভিডিয়ো করারও অভিযোগ ওঠে গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। সেই ভিডিয়ো দেখে বিষয়টি নিয়ে অভিযুক্তদের ব্যবস্থা নেয় পুলিশ।
ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই যুবক-যুবতীকে মারধর করছেন গ্রামবাসীরা। নির্যাতিতরা বার বার বলছেন, তাঁরা ভাই-বোন। কিন্তু গ্রামবাসীরা তাঁদের কথায় কর্ণপাত করছেন না। এবং নাগাড়ে নিগ্রহ করে যাচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। নিগ্রহকারীদের হাত থেকে ওই ভাই-বোনকে উদ্ধার করা হয়। ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।