Narendra Modi in Karnataka: কর্নাটকে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে ২০ কিলোমিটার জিপ সাফারি মোদীর
Jeep Safari: রবিবার সকালে মোদী গিয়েছিলেন কর্নাটকের বান্দিপোর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে। সেখানে গিয়ে জঙ্গলে তিনি প্রায় ২০ কিলোমিটার সাফারি করেছেন তিনি।
মাইশুরু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার গিয়েছিলেন তেলঙ্গানা ও তামিলনাড়ুতে। হায়দরাবাদ ও চেন্নাইয়ে বন্দে ভারতের এক্সপ্রেসের উদ্বোধন সহ একাধিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। রবিবার সকালে মোদী গিয়েছিলেন কর্নাটকের বান্দিপোর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে। সেখানে গিয়ে জঙ্গলে তিনি প্রায় ২০ কিলোমিটার সাফারি করেছেন তিনি। প্রজেক্ট টাইগারের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সাফারি করেছেন প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে বাঘেদের বাসস্থান, জলের জায়গা, হাতিদের ক্যাম্প ঘুরে দেখেন তিনি। এর পাশাপাশি বন সংরক্ষণের সঙ্গে জড়িত বনকর্মী ও সেল্ফ হেল্প গ্রুপের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।
#WATCH | Prime Minister Narendra Modi arrives at Bandipur Tiger Reserve in Karnataka pic.twitter.com/Gvr7xpZzug
— ANI (@ANI) April 9, 2023
বান্দিপোর থেকে মুদুমালাই টাইগার রিজার্ভের থেপ্পাকাড়ু হাতি ক্যাম্পে যান প্রধানমন্ত্রী। এখানেই শুটিং হয়েছে অস্কারজয়ী ডকুমেন্টারি ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’। সেই ডকুমেন্টারিতে অনাথ হাতির প্রতিপালক রঘুর সঙ্গে দেখাও করেন। বোম্মান এবং বেলিলির সঙ্গেও দেখা করেন। এরাই অনাথ হাতি শাবক জাম্বোকে বড় করেন।
#WATCH | Prime Minister Narendra Modi visits Theppakadu elephant camp pic.twitter.com/vjlrYqbwtG
— ANI (@ANI) April 9, 2023
#WATCH | Prime Minister Narendra Modi feeds an elephant at Theppakadu elephant camp pic.twitter.com/5S8bhRU67T
— ANI (@ANI) April 9, 2023
এর পর প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন মাইশুরুতে কর্নাটক স্টেট ওপেন ইউনিভার্সিটির অনুষ্ঠানে। দেশের ওয়াইল্ড লাইফ সেক্টর নিয়ে একটি এক্সিবিশনও হয়েছে সেখানে। মাইশুরুর সেই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী মোদী ব্যাঘ্র সংরক্ষণের জন্য কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার কথা জানান। সেখানে ২০২২ সালে বাঘেদের আদমসুমারির রিপোর্টও প্রকাশ করেছেন তিনি। জানা গিয়েছে, দেশে বাঘের সংখ্যা ৬ শতাংশ বেড়েছে। আগে বাঘ ছিল ২ হাজার ৯৬৭। এখন হয়েছে ৩ হাজার ১৬৭।