Special Selfie: ‘স্পেশাল সেলফি…’, বিশেষ ক্ষমতাসম্পন্ন বিজেপি কর্মীর সঙ্গে ছবি তুললেন মোদী

এরকম এক দলীয় কর্মীর জন্য 'গর্বিত' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাই শনিবার মনিকন্দনের সঙ্গে দেখা হওয়ার পর নিজে সেলফি তুললেন প্রধানমন্ত্রী।

Special Selfie: 'স্পেশাল সেলফি...', বিশেষ ক্ষমতাসম্পন্ন বিজেপি কর্মীর সঙ্গে ছবি তুললেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পেশাল সেলফি। ছবি: টুইটার।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 12:06 AM

নয়া দিল্লি: হাঁটা-চলা করতে পারেন না। হুইলচেয়ারে বসেই দিন-রাত কাটে। কিন্তু, ইচ্ছাশক্তির কাছে যে শারীরিক প্রতিবন্ধকতা কোনও বাধা নয়। সেটাই প্রতিদিন-প্রতিনিয়ত প্রমাণ করছেন থিরু এস.মনিকন্দন। তামিলনাড়ুর ইরোডের বাসিন্দা মনিকন্দন বিজেপির বুথ সভাপতি। হুইল চেয়ারে বসেই তিনি যেমন বুথস্তরে দলের কাজকর্ম পরিচালনা করছেন, তেমনই অর্থ উপার্জনের লক্ষ্যে একটি দোকানও চালান। এরকম এক দলীয় কর্মীর জন্য ‘গর্বিত’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাই শনিবার মনিকন্দনের সঙ্গে দেখা হওয়ার পর নিজে সেলফি তুললেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। তারপর সেই সেলফি (Selfie) নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন।

প্রধানমন্ত্রীর টুইটারে দেখা যাচ্ছে, থিরু এস.মনিকন্দনের সঙ্গে দুটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি ছবি পোস্ট করে দুটি টুইট করেছেন। প্রথম টুইটের একটি ছবিতে দেখা যাচ্ছে, মনিকন্দনের সঙ্গে প্রধানমন্ত্রী সেলফি নিচ্ছেন। অপর ছবিতে দেখা যাচ্ছে, মনিকন্দনের হুইল চেয়ার ধরে প্রধানমন্ত্রীর সেলফি তুলছেন। ছবি দুটির ক্যাপশনে লেখা, ‘একটি স্পেশাল সেলফি…’। এই সেলফি পোস্টে মনিকন্দন সম্পর্কে মোদী আরও লিখেছেন, “চেন্নাইয়ে থিরু এস.মনিকন্দনের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। তিনি তামিলনাড়ু বিজেপির এক গর্বিত কার্যকর্তা, ইরোডের বুথ সভাপতি। তাঁর নিজের একটি দোকান রয়েছে এবং তার সবচেয়ে প্রেরণাদায়ক দিক হল, প্রতিদিন ওই দোকান থেকে উপার্জিত লভ্যাংশের একটি অংশ তিনি বিজেপি-কে দেন।”

বিশেষ ক্ষমতাসম্পন্ন মনিকন্দনের সঙ্গে কেবল সেলফি তুলে নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা নয়, তাঁর জন্য ‘গর্বিত’ বোধ করছেন বলেও জানিয়েছেন নমো। দ্বিতীয় টুইটে মনিকন্দনের জন্য গর্বিত জানিয়ে তাঁর হাত ধরে নমো-র পাশে থাকার একটি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “থিরু এস.মনিকন্দনের মতো দলের কার্যকর্তার জন্য আমি গর্ব অনুভব করছি। তাঁর জীবনযাত্রা প্রেরণাদায়ক এবং একইভাবে আমাদের দলের প্রতি তাঁর আদর্শ ও অঙ্গীকার অনুপ্রেরণাদায়ক। তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য আমার শুভেচ্ছা রইল।”

অনুপ্রেরণাদায়ক মনিকন্দনের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সেলফি পোস্টের পর নেটিজেনদের অভ্যর্থনায় ভরে গিয়েছে কমেন্ট বক্স।