Lasya Nanditha dies: ১০ দিনের মধ্যে দ্বিতীয় দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু তরুণ বিধায়ক নন্দিতার

Lasya Nanditha dies: দশ দিনের মধ্যে দ্বিতীয়বার দুর্ঘটনার কবলে বিআরএস এমএলএ লাস্য নন্দিতা। আগেরবার রক্ষা পেলেও, এবার ভাগ্য সহায় হল না। মাত্র ৩৭ বছর বয়সেই চলে গেলেন এই তরুণ বিধায়ক। এবারই প্রথম বিধায়ক নির্েবাচিত হয়েছিলেন তিনি। তবে, রাজনীতিতে এসেছিলেন প্রায় এক দশক আগে।

Lasya Nanditha dies: ১০ দিনের মধ্যে দ্বিতীয় দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু তরুণ বিধায়ক নন্দিতার
এবারই প্রথম বিধায়ক হয়েছিলেন নন্দিতা, রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়িImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Feb 23, 2024 | 9:07 AM

হায়দরাবাদ: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভারত রাষ্ট্র সমিতির তরুণ বিধায়ক, লাস্য নন্দিতার। গত বছরের শেষে তেলঙ্গানায় যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেই প্রথমবারের মতো বিধায়ক হয়েছিলেন ৩৭ বছরের এই রাজনীতিবিদ। শুক্রবার সকালে, তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। গুরুতর আহত হন লাস্য নন্দিতা। দুর্ঘটনার পর তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর গাড়ির চালকও। বর্তমানে ওই একই হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। দুর্ঘটনাটি ঘটেছে সাঙ্গারেডি জেলার আমিনপুর মহকুমার সুলতানপুর আউটার রিং রোডে। একটি এসইউভি গাড়িতে করে যাচ্ছিলেন নন্দিতা।

এবারই প্রথম বিধায়ক হলেও, প্রায় এক দশক আগে রাজনীতিতে পা রেখেছিলেন লাস্য নন্দিতা। ২০১৬ সাল থেকে কাভাড়িগুড়া ওয়ার্ডে কর্পোরেটর ছিলেন তিনি। এবারের নির্বাচনে কেসিআর-এর দলের পরাজয় হলেও, তার মধ্যেই সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট আসন থেকে জয়ী হয়েছিলেন নন্দিতা। তাঁর আগে এই আসন থেকে বিধায়ক ছিলেন, তাঁর বাবা জি সায়ন। ২০২৩-এ তাঁর মৃত্যু হয়। এরপর নন্দিতাকে ওই আসন থেকে মনোনয়ন দিয়েছিল বিআরএস। নন্দিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও। তাঁর শোকাহত পরিবারের পাশে থাকার এবং দলের পক্ষ থেকে সমস্ত রকমরে সমর্থনের আশ্বাস দিয়েছেন তিনি। শোক প্রকাশ করেছেন, বিশিষ্ট বিআরএস নেতা কেটি রামা রাও।

অদ্ভুত বিষয় হল, মাত্র দশ দিন আগেই নারকাটপল্লীতে আরও একটি দুর্ঘটনায় পড়েছিলেন লাস্য নন্দিতা। তবে, সেই যাত্রায় সামান্য আঘাত লেগেছিল তাঁর। ১৩ ফেব্রুয়ার, নালগোন্ডায় মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির এক সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই ওই দুর্ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় মৃত্যু হয় তাঁর নিরাপত্তার দায়িত্বে তাকা এক হোম গার্ডের। প্রাণে বেঁচে গিয়েছিলেন লাস্য নন্দিতা। তবে, এবার আর ভাগ্য সহায় হল না। অকালেই চলে গেলেন এই তরুণ রাজনীতিবিদ।