PM Modi at Varanasi: ক্লান্তি নেই, রাত ১১টায় বারাণসী পৌঁছেই কাজে নামলেন মোদী! সঙ্গী যোগী

PM Modi at Varanasi: রাত ১১টাতে তাঁকে দেখা গেল শিবপুর-ফুলওয়ারিয়া-লাহারতারা মার্গ পরিদর্শন করতে। ক্লান্তির লেশ মাত্র নেই। সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি এই সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বারাণসীতে আগামী দুদিনও ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর।

PM Modi at Varanasi: ক্লান্তি নেই, রাত ১১টায় বারাণসী পৌঁছেই কাজে নামলেন মোদী! সঙ্গী যোগী
শিবপুর-ফুলওয়ারিয়া-লাহারতারা মার্গ পরিদর্শনে মোদী ও যোগী Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Feb 23, 2024 | 9:45 AM

বারাণসী: বৃহস্পতিবার গুজরাটে গোটা দিন ধরে ছিল ঠাসা কর্মসূচি। সেখান থেকে নিজ নির্বাচনী কেন্দ্র বারাণসীতে পৌঁছন অনেক রাতে। কিন্তু, তাতেও এতটুকু ক্লান্তি নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাত ১১টাতে তাঁকে দেখা গেল শিবপুর-ফুলওয়ারিয়া-লাহারতারা মার্গ পরিদর্শন করতে। সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ক্লান্তি নেই জনতারও। মোদী-যোগীকে চাক্ষুস করতে ওই রাতেও বহু মানুষকে দেখা গেল, বাড়ির ছাদে বারান্দায় উঠে প্রধানমন্ত্রীর উদ্দেশে হাত নাড়তে। মোদীও তাঁদের দিকে হাত নাড়েন। সম্প্রতি এই সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্প রাজ্যের দক্ষিণ অংশে বসবাসকারী প্রায় ৫ লক্ষ মানুষের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যারা বিমানবন্দর, লখনউ, আজমগড় এবং গাজিপুরের দিকে যেতে চান, তাদের তো খুবই কজে আসবে। বৃহস্পতিবার রাতে, বারাণসী বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বারাণসীতেও রোড শো করে শিবপুর-ফুলওয়ারিয়া-লাহারতারা মার্গে আসেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী।

আগে, বিএইচইউ থেকে বিমানবন্দর পর্যন্ত যেতে সময় লাগত ৭৫ মিনিট। ৩৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়ক প্রকল্পটি যানজট কমিয়ে, সেই যাত্রার সময় ৪৫ মিনিটে নামিয়ে আনবে। একইভাবে, লাহারতারা থেকে কাছাহরি পর্যন্ত ভ্রমণের সময় ৩০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিট করবে। ২৩ তারিখ থেকে দুদিনের সফরে বারাণসীতেই থাকবেন মোদী। সফরকালে পূর্বাঞ্চলে ১৩১৬৭.০৭ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর। কার্খিয়ানভ এগ্রো পার্কের বনস কাশী সঙ্কুলে ১০৯৭২ কোটি টাকার ২৩টি প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি, ২১৯৫.০৭ কোটি টাকার ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এখানে থেকে একটি বড় জনসভায়ও ভাষণ দেওয়ার কথাও রয়েছে তাঁর। এই সভায় বিপুল সংখ্যক কৃষক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া, প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে, সন্ত রবিদাসের জন্মস্থান পরিদর্শন, কাশী সংসদ ফটোগ্রাফি কম্পিটিশন গ্যালারির পরিদর্শন, বারাণসীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন, বারাণসীতে একটি নতুন মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিএইচউইউ-তে ন্যাশনাল সেন্টার অন এজিং-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, সিগরা স্পোর্টস স্টেডিয়াম ফেজ ১ এবং ডিস্ট্রিক্ট রাইফেল শ্যুটিং রেঞ্জের উদ্বোধন, রমনায় এনটিপিসির তৈরি বর্জ্য থেকে চারকোল তৈরির প্ল্যান্টের উদ্বোধন, বারাণসীর বেশ কয়েকটি হ্রদ ও পার্কের পুনঃউন্নয়ন প্রকল্পের উদ্বোধন ইত্যাদি। প্রধানমন্ত্রী বারাণসীতে পর্যটন এবং আধ্যাত্মিক পর্যটন সম্পর্কিত বেশ কয়েকটি প্রকল্পেরও উদ্বোধন করবেন।