অমৃতসর: ভারত পাকিস্তান সীমান্তে একাধিক বেআইনি কার্যকলাপের অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন ক্ষেত্রেই বিএসএফের তৎপরতায় নাশকতা থেকে শুরু করে মাদকদ্রব্য পাচার রোধ করা সম্ভব হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই ভারত বিরোধিতায় মদত দেওয়ার অভিযোগ উঠেছিল। ভারত-পাক সীমান্ত দিয়ে নাশকতার উদ্দেশে কৌশলে জঙ্গি অনুপ্রবেশের বহু চেষ্টাই করেছে পাকিস্তান। কিন্তু সম্প্রতি ড্রোন ব্যবহার করে নিষিদ্ধ মাদক ও বিস্ফোরক পাচারের একাধিক প্রচেষ্টা সফলতার সঙ্গে বানচাল করেছে বিএসএফ। আরও একবার ড্রোনের মাধ্যমে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী। সোমবার পঞ্জাবের অমৃতসরে ভারত-পাকিস্তান সীমান্তে পাকিস্তানের দিক থেকে একটি ড্রোনে মাদক পাচারের চেষ্টা করা হচ্ছিল, গুলি করে সেই ড্রোনটিকে নামিয়েছে বিএসএফ জওয়ানরা। বিএসএফ জানিয়েছে ওই পাকিস্তানি ড্রোন থেকে নিষিদ্ধ মাদক হেরোইনের ৯ টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ওই ড্রোন থেকে মোট ১০ কেজি ৬৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, বিপুল পরিমাণ মাদক হলুদ প্লাস্টিকের প্যাকেটে মোড়া ছিল।
09/05/2022#Amritsar @BSF_Punjab Frontier#BSF troops foiled another smuggling attempt through Pak drone. Vigilant BSF troops fired at the drone coming from Pak & brought it down. Drone carrying 9 packets suspected to be #Heroin (10.670Kgs) in a bag were also recovered.#JaiHind pic.twitter.com/MhAsr9omw3
— BSF PUNJAB FRONTIER (@BSF_Punjab) May 9, 2022
বিএসএফ পঞ্জাব ফ্রন্টিয়ার টুইটে জানিয়েছে, “বিএসএফ পঞ্জাব ফ্রন্টিয়ার পাক ড্রোনের মাদক পাচারের পরিকল্পনা আরও একবার বানচাল করেছে। পাকিস্তানের দিক থেকে ড্রোনটিকে উড়ে আসতে দেখে জওয়ানরা তা গুলি করে নামায়। ড্রোনটি একটি ব্যাগে সন্দেহজন হেরোইনের প্যাকেট বহন করছিল। বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।” উল্লেখ্য, শনিবার জম্মুর আরএস পুরা মহকুমা এলাকায় অরনিয়া এলাকায় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা পাকিস্তানের দিক থেকে উড়ে আসা আরও একটি ড্রোন লক্ষ্য করে গুলি চালায়। গুলিবর্ষণ শুরুর সঙ্গে সঙ্গে ড্রোনটি উড়ে পাকিস্তানের দিকে চলে গিয়েছিল। গতমাসেও পাকিস্তানের দিক থেকে উড়ে আসার আরও একটি ড্রোনকে গুলি করে নামিয়েছিল বিএসএফ। পাকিস্তানের দিক থেকে লাগাতার দেশে মাদক পাচারের চেষ্টা করা হচ্ছে, এমনকী মাঝেমাঝে ড্রোনে করে বিস্ফোরক পাচারের পরিকল্পনা বিএসএফের নজরে এসেছে। সেই কারণে বিএসএফের পক্ষ থেকে সীমান্তে জোরদার নজরদারি চালানো হচ্ছে।