Budget 2021: অর্থনীতিকে চাঙ্গা করতে সংস্কারই কি নির্মলার দাওয়াই! কী বললেন অর্থমন্ত্রী…

ঋদ্ধীশ দত্ত |

Feb 01, 2021 | 8:44 PM

সাধারণ বাজেটে (Budget 2021) স্বাস্থ্যখাতে বরাদ্দ অনেকটাই বাড়ানো বয়েছে। একধাক্কায় দ্বিগুণের বেশি করা হয়েছে বরাদ্দ। নতুন করের বোঝা চাপানো হয়নি। আয়করে কেবল ছাড় পেয়েছেন ৭৫ উর্ধ্ব প্রবীণরা।

Budget 2021: অর্থনীতিকে চাঙ্গা করতে সংস্কারই কি নির্মলার দাওয়াই! কী বললেন অর্থমন্ত্রী...
Budget 2021: ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: আর্থিক সংস্কারকে মন্ত্র করেই এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। সাধারণ বাজেটে (Budget 2021) স্বাস্থ্যখাতে বরাদ্দ অনেকটাই বাড়ানো বয়েছে। একধাক্কায় দ্বিগুণের বেশি করা হয়েছে বরাদ্দ। নতুন করের বোঝা চাপানো হয়নি। আয়করে কেবল ছাড় পেয়েছেন ৭৫ উর্ধ্ব প্রবীণরা। বাজেটের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নানাবিধ সংস্কারমূলক পদক্ষেপের বাজেট পেশ করার পর এই নিয়ে কথা বলতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। সেখানে তিনি জানিয়েছেন, “পরিকাঠামোয় খরচ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য খাতের দিকে বিশেষ করে নজর দিয়েছে সরকার।”

নির্মলা বলেন, “এই বছরের বাজেটের মাধ্যমে আমরা চেয়েছি দেশের অর্থনীতিকে আরও বেশি করে উৎসাহিত করতে। সবরকম অর্থনৈতিক খাতের পাশাপাশি উন্নয়নমূলক পদক্ষেপ করার ক্ষেত্রে আমাদের নজর থেকেছে। সকল বিষয়গুলিকে স্বচ্ছভাবে তুলে ধরা হয়েছে সবার সামনে।”

তিনি আরও দাবি করেছেন, “সরকারের খরচ এবং রাজস্ব আদায়ের খতিয়ান এর আগে কখনও এতটা পরিষ্কারভাবে তুলে ধরা হয়নি।” কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “২০২০ সালের ফেব্রুয়ারির শুরুতে যে রাজস্ব আদায়ের ঘাটতি ৩.৫ শতাংশ ছিল, তা বেড়ে জিডিপির ৯.৫ শতাংশ হয়েছে। এটার অর্থ পরিষ্কার, আমরা খরচ করেছি, খরচ করছি, এবং খরচ করে চলেছি। একই সঙ্গে রাজস্ব ঘাটতি মোকাবিলার জন্যও আমাদের পরিকল্পনা তৈরি রয়েছে।”

আরও পড়ুন: Budget 2021: দেশকে স্বাবলম্বী করে তুলবে আজকের বাজেট: প্রধানমন্ত্রী

সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকারের কৃষি আইন নিয়েও মুখ খোলেন অর্থমন্ত্রী। ফের একবার নতুন করে কৃষকদের আলোচনার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, “কৃষি আইন নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনার জন্য কেন্দ্র সর্বদা প্রস্তুত ছিল এবং আছে। এই নিয়ে কৃষিমন্ত্রী পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন এবং করার জন্যও তৈরি আছেন। আমরা বিশ্বাস করি, আলোচনাই সমাধানের একমাত্র পথ।”

Next Article