শ্রীনগর: নিরাপত্তা বাহিনীদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল নদীগর্ভে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু এবং কাশ্মীরে। ওই বাসে ৩৯ জন নিরাপত্তা জওয়ান ছিল বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৩৭ জন ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ (ITBP)-এর জওয়ান এবং বাকি ২ জন জম্মু ও কাশ্মীর পুলিশের কর্মরত। আইটিবিপি সূত্রে এই দুর্ঘটনার কথা জানা গিয়েছে। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের পহলগামের ফ্রিসলানের রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তার পাশে নদীতে পড়ে যায় বাসটি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ব্রেক ফেল করার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় ৭ জন আইটিবিপি জওয়ানের মৃত্যু হয়েছে। ৮ জন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। বাকি জওয়ানরাও কম-বেশি আহত হয়েছেন। তাঁদের এয়ারলিফ্টের মাধ্যমে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে শ্রীনগরে। সেখানকার আর্মি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। সেখানেই আহত জওয়ানদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।
শ্রীনগরের পাশাপাশি অনন্তনাগের সরকারি হাসপাতালেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আহত জওয়ানদের। সেখানেও চিকিৎসা চলছে। অনন্তনাগের জেলা শাসক পীযূশ সিঙ্গলা জানিয়েছেন, মেডিক্যাল দলকে তৈরি থাকতে বলা হয়েছে।
বাস দুর্ঘটনায় মৃত আইটিবিপি জওয়ানরা হলেন কনস্টেবল দীনেশ ভোরা (উত্তরাখণ্ড), কনস্টেবল সন্দীপ কুমার (জম্মু ও কাশ্মীর), কনস্টেবল অভিরাজ (বিহার), কনস্টেবল অমিত কুমার (উত্তর প্রদেশ), কনস্টেবল ডি রাজশেখর (অন্ধ্রপ্রদেশ), কনস্টেবল সুভাষ সি বৈরওয়াল (রাজস্থান) এবং হেড কনস্টেবল দুলা সিং (পঞ্জাব)।
#WATCH Bus carrying 37 ITBP personnel and two J&K Police personnel falls into riverbed in Pahalgam after its brakes reportedly failed, casualties feared#JammuAndKashmir pic.twitter.com/r66lQztfKu
— ANI (@ANI) August 16, 2022
In a road #accident near Chandanwari Pahalgam in #Anantnag district, 6 ITBP personnel got #martyred while as several others got injured, who are being #airlifted to Army hospital, Srinagar for treatment. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) August 16, 2022
জানা গিয়েছে, ওই জওয়ানরা অমরনাথ যাত্রায় কর্তব্যরত ছিলেন। সেই ডিউটি সেরে চন্দনওয়ারি থেকে পহলগামে ফিরছিল বাসটি। সে সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে পহলগামের ফ্রিসলানে রাস্তার ধারে নদীতে গিয়ে পড়ে বাসটি।
#WATCH Injured ITBP personnel rushed to a hospital in Anantnag, J&K
6 ITBP personnel have lost their lives, several injured after a bus carrying 37 ITBP personnel and 2 Police personnel fell into riverbed in Pahalgam pic.twitter.com/7QjiswkUnt
— ANI (@ANI) August 16, 2022
জম্মু ও কাশ্মীরে পহলগামে বাস দুর্ঘটনায় আইটিবিপি জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত জওয়ানদের প্রতি শোকপ্রকাশ করেছেন তিনি। মৃত জওয়ানদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।
Deeply pained to learn about the tragic accident in Pahalgam whereby our nation lost several brave ITBP jawans & police personnel.
I offer my heartfelt condolences to the families and loved ones of our jawans. Praying for the speedy recovery of those who were injured on duty.
— Mamata Banerjee (@MamataOfficial) August 16, 2022
বাস দুর্ঘটনায় জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। টুইটে তিনি লিখেছেন, “পহলগামে আইটিপি এবং পুলিশের বাস দুর্ঘটনার কবলে পড়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানায়। আহত জওয়ানদের চিকিৎসা চলছে। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।”