শ্রীনগর: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। মুখোমুখি মিনি বাস-ট্রাকের সংঘর্ষ। মৃত কমপক্ষে ৭ জন। জখম আরও ২০ জন। শুক্রবার সকালে দিল্লি-জম্মু জাতীয় সড়কের উপরে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, বাসটিতে পুণ্যার্থীরা ছিলেন। সকলে বৈষ্ণোদেবী যাচ্ছিলেন।
এ দিন ভোরে আম্বালার কাছে দুর্ঘটনা ঘটে। উত্তর প্রদেশ থেকে বাসটি জম্মু যাচ্ছিল। বাসে ৩০ জন পুণ্যার্থী ছিলেন। সকলেই একই পরিবারের সদস্য। জানা গিয়েছে, দিল্লি-জম্মু জাতীয় সড়কের উপরে ট্রাকটি যাচ্ছিল। পিছনেই ছিল বাসটি। হঠাৎ ট্রাকটি ব্রেক মারে কোনও কারণে। পিছনের বাস চালক ব্রেক মারার চেষ্টা করলেও, সম্ভব হয়নি। সজোরে গিয়ে বাসটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ।
ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। গুরুতর জখম আরও ২০ জন। দুর্ঘটনার পরই ট্রাকচালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ট্রাকটিকে আটক করা হয়েছে।
বাসের একজন যাত্রী জানিয়েছেন, ট্রাকটির সামনে থাকা একটি গাড়ি পেট্রোল পাম্পে ঢোকার জন্য হঠাৎ মোড় নেয়। দুর্ঘটনা এড়াতে সজোরে ব্রেক কষে ট্রাকটি। পিছনেই দ্রুতগতিতে আসছিল বাসটি। হঠাৎ ট্রাক দাঁড়িয়ে পড়ায়, গতি নিয়ন্ত্রণে আনা যায়নি। ট্রাকের পিছনে ধাক্কা লাগতেই সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশটি।