কলকাতা: শিল্পের প্রতিটি ক্ষেত্রেই বর্তমানে মিলিত হয়েছে আধুনিক প্রযুক্তি। ডেয়ারি শিল্পের সঙ্গেও আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটানো নিয়ে আলোচনা করতেই কলকাতায় আয়োজন করা হয়েছিল এক বিরাট সম্মেলনের। গত ২৬ সেপ্টেম্বর সি-ড্যাক কলকাতা, আইআইটি খড়্গপুর ও আইসিএআর কল্যাণীর যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। কলকাতার সনেট হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং, কলকাতার তরফে স্টেকহোল্ডারদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। সি-ড্যাক কলকাতা, ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি, খড়্গপুর ও কল্যাণীর আইসিএআর-এনডিআরআই ইআরএস-ও এই সম্মেলনের যৌথ উদ্যোক্তা ছিল।
এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজস্থান ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্ট লিমিটেড, সাই রুরাল ডেভেলপমেন্ট, মেট্রো ডেয়ারি, আমুল, কোর টেকনোলজি, আয়ুদ্যোগ প্রাইভেট লিমিটেড, রাধাগোবিন্দ সুইটস, ওমানসিস ইনফোসলিউশন, আরোগ্যম মেডিসফ্ট সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিনিধিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স ও তথ্য় প্রযুক্তি মন্ত্রকের গ্রপ কো-অর্ডিনেটর সুনীতা ভর্মা, সি-ড্যাক কলকাতার ডিরেক্টর আদিত্য কুমার সিনহা, আইসিএআর কল্যাণী-র প্রধান এস এম দেব, আইআইটি খড়্গপুরের ডঃ করবী বিশ্বাস সহ একাধিক শীর্ষ কর্তারাও।
এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল, ডেয়ারি শিল্পের সঙ্গে আধুনিক তথ্য প্রযুক্তির মেলবন্ধন ঘটানো।
প্রসঙ্গত, সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং হল ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শাখা। তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করে এই সংস্থা। অন্য়দিকে, সি-ডিএসি কলকাতা কৃষি ও পরিবেশ ইলেকট্রনিক্স ক্ষেত্রে বিগত এক দশক ধরে উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত। এদের অন্যতম সফল পণ্য হল গরুর স্বাস্থ্য পরীক্ষার যন্ত্র ও মাসটিটিস ডিটেকটর।