AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shaktikanta Das: RBI-এর ঘর থেকে প্রধানমন্ত্রীর দফতরে! কাজ করবেন মোদীর সঙ্গে, বড় দায়িত্ব পেলেন শক্তিকান্ত দাস

Shaktikant Das: নিজের কর্মজীবনে পেয়েছেন একের পর এক পদোন্নতি। অর্থনীতি ও ব্যাঙ্কিং নিয়ে পড়াশোনা করার দরুন ২০১৮ সালে RBI-এর গভর্নর হিসাবে নিয়োগ করা হয় তাঁকে।

Shaktikanta Das: RBI-এর ঘর থেকে প্রধানমন্ত্রীর দফতরে! কাজ করবেন মোদীর সঙ্গে, বড় দায়িত্ব পেলেন শক্তিকান্ত দাস
Image Credit: PTI
| Updated on: Feb 22, 2025 | 6:36 PM
Share

নয়াদিল্লি: গত বছরের ডিসেম্বরে ছয় বছরের কার্যকালে দাঁড়ি টানেন রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস। দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলানো পর অবসর নেন তিনি। তবে বেশি দিন যেন দায়িত্ব ছাড়া থাকলেন শক্তিকান্ত। ছুটি কাটিয়ে আবার ফিরছেন কাজে। এবার আবার আরও বড় দায়িত্ব কাঁধে।

শনিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি-২ পদের দায়িত্ব পেলেন তিনি। মন্ত্রিসভার নিয়োগ কমিটির অনুমোদনেই প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রধান সচিব পদে নিযুক্ত করা হয়েছে তাঁকে। ২০১৯ সাল থেকে প্রধানমন্ত্রীর প্রধান সচিব পদে রয়েছে পিকে মিশ্রা। আপাতত তাঁর সঙ্গে দ্বিতীয় সচিব হিসাবে কাজ করবেন শক্তিকান্ত দাস।

১৯৮০ সালে UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। আর তারপর থেকেই ছুঁয়েছেন একের পর এক মাইলস্টোন। নিজের কর্মজীবনে পেয়েছেন একের পর এক পদোন্নতি। অর্থনীতি ও ব্যাঙ্কিং নিয়ে পড়াশোনা করার দরুন ২০১৮ সালে RBI-এর গভর্নর হিসাবে নিয়োগ করা হয় তাঁকে।

তারপর থেকে এই দেশের অর্থনীতি উপর দিয়ে বয়ে গিয়েছে কত জল। ২০২০ সালে করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো একাধিক বাধা-বিপত্তিতে যখন টলেছে বড় বড় দেশের অর্থনৈতিক পরিস্থিতি, সেই সময়কালে শক্ত হাতে ভারতের অর্থনীতির পাল ধরে রেখেছিলেন তিনি। গত বছরেই সেই রিজার্ভ ব্যাঙ্কের কর্তার পদ থেকে অবসর নেওয়ার পর এবার সরাসরি প্রধানমন্ত্রী দফতরে নিয়োগ হলেন শক্তিকান্ত।