CAG: রাজ্যগুলিকে কি আর ভর্তুকি দেওয়া হবে? পর্যালোচনায় CAG

Soumya Saha |

Oct 23, 2022 | 4:57 PM

CAG: রাজ্যগুলিকে আর ভর্তুকি দেওয়া হবে কিনা, কোনওরকম ছাড় দেওয়া হবে কিনা, এই ইস্যুতে পর্যালোচনায় বসেছে CAG।

CAG: রাজ্যগুলিকে কি আর ভর্তুকি দেওয়া হবে? পর্যালোচনায় CAG
সিএজি

Follow Us

নয়া দিল্লি: সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনের পর এবার রাজ্যগুলির অর্থনৈতিক সমস্যায় হস্তক্ষেপ করল CAG (Comptroller and Auditor General of India) । রাজ্যগুলিকে আর ভর্তুকি দেওয়া হবে কিনা, কোনওরকম ছাড় দেওয়া হবে কিনা, এই ইস্যুতে পর্যালোচনা CAG-এর। বেশ কয়েকটি রাজ্য জানিয়েছে কোভিড (COVID 19) পরবর্তী পরিস্থিতিতে আয়ের হার কমেছে। এরপর প্রধানমন্ত্রীর পরিকল্পনা মতো ভর্তুকি তোলা হলে খরচ সামাল দিতে কার্যত আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়বে রাজ্যগুলি। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ে পিটিশন শুনছে শীর্ষ আদালত। ১০ সদস্যের বোর্ড গঠন করে সবদিক খতিয়ে দেখছে CAG-এর অডিট অ্যাডভাইসরি বোর্ড।

এই বিষয়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, যদি ভর্তুকি তুলে দিতে হয়, তাহলে ভারতের সাধারণ মানুষের জন্য সরকারের আর কিছু করার প্রয়োজন পড়বে না। ভারতের আর্থিক পরিস্থিতি খারাপ হয়েছে ভুল আর্থিক নীতির জন্য।” উল্লেখ্য, এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে সিএজি’র অডিট অ্যাডভাইসরি বোর্ডের বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই রাজ্যগুলির অর্থনৈতিক সমস্যার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, কোভিড পরবর্তী পরিস্থিতিতে বেশ কিছু রাজ্যে রাজস্বে ঘাটতি দেখা দিয়েছিল। রাজস্ব আদায়ের থেকে পরিমাণ অর্থ আসে, সেখান থেকে রাজ্যগুলি নিজেদের খরচ সামাল দিতে পারছে কি না, সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।

উল্লেখ্য, কোভিড পরিস্থিতি এবং তার পরবর্তী সময়ে রাজ্যগুলিকে বেশ আর্থিক ধাক্কা সামাল দিতে হয়েছে। দীর্ঘদিন ধরে সবকিছু বন্ধ অবস্থায় থাকার কারণে রাজস্ব আদায়ের উপরেও তার প্রভাব পড়েছে। এমন অবস্থায় রাজ্যগুলিকে বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেগুলি আর প্রয়োজন রয়েছে কি না বা আর কোনওরকম ছাড় দেওয়া হবে কি না রাজ্যগুলিকে, সেই সব দিকগুলি পর্যালোচনা করে দেখবে সিএজি। এই খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে।

Next Article