মহারাষ্ট্রকে পশ্চিমবঙ্গে পরিণত হতে দিতে পারব না: নারায়ন রাণে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 25, 2021 | 8:43 PM

উদ্ধব ঠাকরের বিরুদ্ধে করা মন্তব্যের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী নারায়ন রাণেকে।

মহারাষ্ট্রকে পশ্চিমবঙ্গে পরিণত হতে দিতে পারব না: নারায়ন রাণে
ফাইল ছবি

Follow Us

মুম্বই: মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড়া মারার কথা বলে গ্রেফতার হয়েছিলেন গতকালই। জামমিনে ছাড়া পর ফের আক্রমণ শানালেন শিব সেনার বিরুদ্ধে। পাশাপাশি শিব সেনাকে আক্রমণ করে তিনি বললেন, ‘মহারাষ্ট্রকে তো পশ্চিমবঙ্গে পরিণত হতে দিতে পারি না।’ সেই সঙ্গে তিনি এও বলেন, ‘শিব সেনা এ রাজ্যে কয়েকদিনের অতিথি মাত্র।’ অন্যদিকে, একসময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চপ্পল দিয়ে চড় মারার কথা বলেছিলেন রাণে। সে কথাও মনে করিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

রাণের গ্রেফতারির পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যেখানে উদ্ধব ঠাকরেকে বলতে শোনা যাচ্ছে যে, ‘মনে হচ্ছিল ওনাকে ওই চপ্পল জড়া দিয়ে মারি।’ আদতে বছর কয়েক আগের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মন্তব্য করেছিলেন ঠাকরে। আর রাণের গ্রেফতারির পর সেটাই নতুন করে ভাইরাল হয়েছে। বছর কয়েক আগে শিবাজীর মূর্তিতে মালা দেওয়ার সময় যোগীর পায়ে চপ্পল দেখা গিয়েছিল। তারপরই ওই মন্তব্য করেন উদ্ধব।

গতকাল দুপুরে যখন বাড়িতে মধ্যাহ্নভোজ সারছিলেন নারায়ণ রাণে, তখন তাঁকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরই জামিন পান তিনি। রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে দেওয়া হয় তাঁকে। মন্ত্রী দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই গ্রেফতার করা হয়েছে তাঁকে। পাশাপাশি স্বাস্থ্যজনিত সমস্যার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন তিনি, সঙ্গে এও উল্লেখ করেন যে তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী। আগামিকাল, বৃহস্পতিবার ফের তাঁকে আদালতের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

জন আশীর্বাদ যাত্রায় রাণের করা এক মন্তব্যের জেরেই এই বিতর্কের সূত্রপাত হয়। তিনি বলেছিলেন, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না, কোন বছর ভারত স্বাধীনতা পেয়েছিল। এটা লজ্জার বিষয়। ১৫ অগস্ট ভাষণ দেওয়ার সময় ভাষণ থামিয়ে তিনি অন্যদের জিজ্ঞাসা করেন, ‘এ বার স্বাধীনতার কত বছর?’ রানের কথায়, স্বাধীনতার বছর কী ভাবে ভুলে যেতে পারেন উদ্ধব? তিনি বলেন, ‘আমি যদি সেখানে থাকতাম, তাহলে তাঁকে কষিয়ে চড় মারতাম।’ এই মন্তব্যের জন্যই রানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। উদ্ধবের বিরুদ্ধে করা এই মন্তব্যের জেরেই রাণের বিরুদ্ধে একসঙ্গে ৪ টি এফআইআর দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয় রাণের বিরুদ্ধে। ঘটনা ঘিরে উত্তাল হয়ে ওঠে মুম্বই। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির বাইরে জড় হয়ে বিক্ষোভ দেখান শিব সেনার সদস্যরা। মহারাষ্ট্রের নাসিকেও সাইবার ক্রাইম বিভাগে শিবসেনার অভিযোগের ভিত্তিতে এই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা হয়। এরপরই রাণের বাড়ি গিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

এই ঘটনার পর থেকেই বিজেপির পক্ষ থেকে ক্রমাগত পালটা আক্রমণ চলে শিবসেনার বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রীর গ্রেফতারির পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একটি টুইটে লেখেন, ‘এই ধরনের কার্যকলাপে আমরা ভয়ও পাব না, পিছিয়েও আসব না।’ আরও পড়ুন: দুয়ারে ‘করোনা’, নাকাল সরকার; বিধি মাথায় তুলে ব্যারিকেড ভাঙল জনতা

Next Article