Car falls in Ditch: পরিবারের সদস্যের অন্ত্যেষ্টি করতে গিয়ে খাদে গাড়ি পড়ে মৃত ৪, আহত আরও ৪

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 23, 2022 | 6:27 PM

গাড়িটি প্রায় ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে এবং রায়পুর হাসপাতালে ভর্তি করে।

Car falls in Ditch: পরিবারের সদস্যের অন্ত্যেষ্টি করতে গিয়ে খাদে গাড়ি পড়ে মৃত ৪, আহত আরও ৪
৪০ ফুট খাদে গাড়ি পড়ে দুর্ঘটনা। ছবি সৌজন্য: টুইটার।

Follow Us

রায়পুর: প্রয়াগরাজে এক ব্যক্তির অন্ত্যেষ্টি করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ওই পরিবারেরই ৪ সদস্যের। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। প্রায় ৫০ ফুট খাদে গাড়ি পড়েই দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে ছত্রিশগড়ের কবীরধাম জেলায়। আহত ও নিহত সকলেই একই পরিবারের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, মৃত চারজনের দেহ শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন, ফাগু যাদব (৬০), সতী বাঈ (৩৫) কৌশল্যা (৭০) এবং মালতি (৪৫)। এঁরা সকলেই ছত্তিশগড়ের বেতারাম জেলার বাসিন্দা এবং একই পরিবারের সদস্য। আহত চারজনের মধ্যে ওই গাড়ির চালকও রয়েছেন। বর্তমানে তাঁরা রায়পুর হাসপাতালে চিকিৎসাধীন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট খাদে পড়ে যাওয়ার ফলেই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কুকদুর থানায় একটি মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন কবীরধামের এসপি মণীশা ঠাকুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেতারাম জেলার এই পরিবারটি তাঁদের বাড়ির এক সদস্যের অন্ত্যেষ্টি করতে প্রয়াগরাজে গিয়েছিলেন। অন্ত্যেষ্টি প্রক্রিয়া শেষে তাঁরা বৃহস্পতিবার রাতে একটি গাড়িতে করে বিমেতারা জেলায় নিজেদের বাড়ি ফিরছিলেন। বৃহস্পতিবার মধ্যরাত ১টা নাগাদ ছত্রিশগড়ের কবীরধাম জেলায় কুকদুর থানার অন্তর্গত পোলমির কাছে আগরপানি উপত্যকায় তাঁদের গাড়িটি প্রায় ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে এবং রায়পুর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ৪ জন।

প্রসঙ্গত, এদিন দুপুরেই উত্তর সিকিমে ভারতীয় সেনার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। উত্তর সিকিমের (North Sikkim) জেমাতে (Zema) দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় মৃত্যু হয় ১৬ জন জওয়ানের (Jawans)। যার মধ্যে তিনজন আধিকারিক পদের ছিলেন এবং বাকি ১৩ জন ফৌজের ছিলেন বলে সূত্রের খবর। এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Next Article