Dhruv Rathee: ধ্রুব রাঠির বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ, ক্ষেপে লাল ইউটিউবার! হচ্ছেটা কী আসলে?

Dhruv Rathee: ওম বিড়লার এক আত্মীয়ের অভিযোগের ভিত্তিতেই মহারাষ্ট্রের সাইবার ক্রাইম পুলিশের তরফে ইউটিউবার ধ্রুব রাঠির প্যারোডি অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে মানহানি, ইচ্ছাকৃতভাবে অপমানের অভিযোগ দায়ের করা হয়েছে।

Dhruv Rathee: ধ্রুব রাঠির বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ, ক্ষেপে লাল ইউটিউবার! হচ্ছেটা কী আসলে?
ইউটিউবার ধ্রুব রাঠি।Image Credit source: Instagram
Follow Us:
| Updated on: Jul 13, 2024 | 8:20 PM

মুম্বই: পুলিশি ঝামেলায় জড়ালেন ইউটিউবার ধ্রুব রাঠি। জনপ্রিয় ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল মহারাষ্ট্র সাইবার পুলিশ। যদিও মামলা দায়ের হতেই বেজায় ক্ষাপ্পা ইউটিউবার। ঠিক কী হয়েছে?

জানা গিয়েছে, ধ্রুব রাঠি প্যারোডি নামক একটি এক্স অ্যাকাউন্ট থেকে লোকসভার স্পিকার ওম বিড়লার কন্যাকে নিয়ে বিতর্কিত পোস্ট করা হয়েছিল। সেই পোস্টে দাবি করা হয়েছিল, ওম বিড়লার মেয়ে অঞ্জলি বিড়লা নাকি ইউপিএসসি পরীক্ষায় না বসেই সরকারি চাকরি পেয়েছেন!

ওম বিড়লার এক আত্মীয়ের অভিযোগের ভিত্তিতেই মহারাষ্ট্রের সাইবার ক্রাইম পুলিশের তরফে ইউটিউবার ধ্রুব রাঠির প্যারোডি অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে মানহানি, ইচ্ছাকৃতভাবে অপমানের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে,  @dhruvrahtee হ্যান্ডেল থেকে পোস্টটি করা হয়েছিল। সেই ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে।

যদিও ওই এক্স হ্যান্ডেলের বায়োতে লেখা, “এটি একটি ফ্যান ও প্যারোডি অ্যাকাউন্ট। এর সঙ্গে ধ্রুব রাঠির আসল চ্যানেলের কোনও যোগ নেই।”

এদিকে, পুলিশে অভিযোগ দায়ের হওয়ার খবর পেতেই ক্ষোভ প্রকাশ করেন ধ্রুব রাঠি। বিভিন্ন সংবাদমাধ্যমে খবরের সত্যতা যাচাই না করেই যেভাবে তার নাম টানা হয়েছে বিতর্কে, তার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “নিজের চোখে দেখে আসুন যে ওই পোস্টটি কোনও একটি প্যারোডি টুইটার অ্যাকাউন্ট থেকে করা হয়েছিল। আমার সঙ্গে এর কোনও যোগ নেই।”

অন্যদিকে, ওই প্যারোডি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, “মহারাষ্ট্র সাইবার ক্রাইম বিভাগের নির্দেশ অনুযায়ী আমি অঞ্জলি বিড়লা সম্পর্কিত সমস্ত পোস্ট ও কমেন্ট ডিলিট করছি। আমি খবরের সত্যতা জানতাম না, অন্য কারোর টুইট থেকে কপি করে শেয়ার করেছিলাম, তার জন্য ক্ষমা চাইছি।”