AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi CM Residence: দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন তৈরিতে অনিয়ম? তদন্ত শুরু করল সিবিআই

দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন তৈরিতে অনিয়মের অভিযোগের তদন্তে নেমে দিল্লির পূর্ত দফতরের থেকে নির্মাণ সংক্রান্ত বিভিন্ন নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই। নির্মাণ কাজের সেই বিস্তারিত নথির সার্টিফায়েড কপি দিতে বলা হয়েছে পূর্ত দফতরকে। পূর্ত দফতরের অফিসারদের সুপারিশ, অনুমোদন, নির্মাণকারী সংস্থার টেন্ডারের মতো একাধিক নথি চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Delhi CM Residence: দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন তৈরিতে অনিয়ম? তদন্ত শুরু করল সিবিআই
দিল্লির মুখ্যমন্ত্রীর নতুন বাসভবনImage Credit: Twitter
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 8:42 PM
Share

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রীর থাকার জন্য নতুন বাসভবন তৈরি করা হয়েছে নয়াদিল্লির সিভিল লাইন এলাকায়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের এই নতুন বাসভবন তৈরি নিয়ে টেন্ডারে অনিয়ম এবং একাধিক দুর্নীতিরও অভিযোগ নিয়ে। সেই অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দিল্লি সরকারের অজ্ঞাত কর্মী বা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তদন্ত শুরু করেছে সিবিআই।

দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন তৈরিতে অনিয়মের অভিযোগের তদন্তে নেমে দিল্লির পূর্ত দফতরের থেকে নির্মাণ সংক্রান্ত বিভিন্ন নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই। নির্মাণ কাজের সেই বিস্তারিত নথির সার্টিফায়েড কপি দিতে বলা হয়েছে পূর্ত দফতরকে। পূর্ত দফতরের অফিসারদের সুপারিশ, অনুমোদন, নির্মাণকারী সংস্থার টেন্ডারের মতো একাধিক নথি চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পাশাপাশি বাসভবনের বিভিন্ন জিনিস যেমন মডিউলার কিচেন, মার্বেল ফ্লোরিং., কাঠের আসবাব, অন্দরের সজ্জার মতো বিভিন্ন কাজের নথি পাঠাতে বলা হয়েছে। এই সব কাজের জন্য ঠিকাদারদের যে টাকা দেওয়া হয়েছে তার বিস্তারিত তথ্যও জমা দিতে বলা হয়েছে।

যদিও এই সিবিআই তদন্তকে কেন্দ্রের শাসক বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি। তাঁদের অভিযোগ, আপ দলকে শেষ করতেই এই সব কাজে নেমেছে বিজেপি। এ নিয়ে আপের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “বিজেপি এখনও পর্যন্ত কেজরীবালের বিরুদ্ধে ৫০টি মামলা করেছে। কিন্তু কোনও মামলাতেই কিছু বের হয়নি। বিজেপি যতই তদন্ত করুক না কেন সাধারণ মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যাবেন কেজরীবাল।” কেজরীবাল এবং তাঁর দল আপের সঙ্গে বিজেপি লড়াই চলেই যাচ্ছে বিভিন্ন ইস্যুতে। দিল্লির অধ্যাদেশ নিয়ে যা চরমে উঠেছিল। সেই তালিকায় এ বার যোগ হল বাসভবন নির্মাণে অনিয়ম সংক্রান্ত সিবিআই তদন্ত।