পটনা: সিবিআই(CBI)-র নজরে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এ দিন সকালেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব(Lalu Prasad Yadav)-র বাড়ি-সহ মোট ১৫টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকেরা। সূত্রের খবর, চাকরির নিয়োগে দুর্নীতির তদন্তেই এদিন সকালে সিবিআই অভিযান চালায়। মুখ্যমন্ত্রী থাকাকালীন বেআইনিভাবে রেলে কর্মী নিয়োগের অভিযোগ উঠেছে লালু প্রসাদ ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীর বিরুদ্ধে।
কয়েক সপ্তাহ আগেই পশুখাদ্য় দুর্নীতিতে জামিন পেয়েছিলেন লালু প্রসাদ যাদব। এবার নতুন করে দুর্নীতির অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, বিহারের মুখ্য়মন্ত্রী থাকাকালীন তিনি বেআইনিভাবে একাধিক ব্যক্তিকে রেলে চাকরি পাইয়ে দিয়েছিলেন। লালু প্রসাদ ছাড়াও তাঁর স্ত্রী রাবড়ি দেবী-সহ পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ উঠেছে। এই ঘটনার তদন্তেই এদিন সকালে সিবিআই পটনা, দিল্লি সহ মোট ১৫টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানা গিয়েছে।
#WATCH Police presence outside the Patna residence of former Bihar CM Rabri Devi as CBI conducts raids at multiple locations of RJD Chief Lalu Yadav in a fresh case relating to alleged 'land for railway job scam'#Bihar pic.twitter.com/mwIdvdT9N3
— ANI (@ANI) May 20, 2022
সিবিআই সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রীয় জনতা দলের নেতার বাসভবন সহ মোট ১৫ টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। তাঁর বাড়ির বাইরে বিশাল পুলিশি পাহারা বসানো হয়েছে। এদিকে, সিবিআই অভিযানের খবর পাওয়ার পরই আরজেডি নেতা অলোক মেহতা বলেন, “শক্তিশালী কন্ঠস্বরকে অবরুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। সিবিআইয়ের কাজ ও তদন্ত সম্পূর্ণরূপে পক্ষপাতদুষ্ট।”
এখনও পর্যন্ত মোট ১৪ বছরের কারাদণ্ডের সাজা পেয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে মোট শাস্তি মাত্র সাড়ে তিন বছর জেলে কাটিয়েছেন তিনি। ২০১৭ সালের ডিসেম্বর মাসে তাঁকে জেলে পাঠানো হলেও শারীরিক অসুস্থতার জেরে কারাবাসের বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছিলেন ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে। জামিনে মুক্তি পাওয়ার পরই ফের একবার দুর্নীতির অভিযোগ উঠল লালু প্রসাদের বিরুদ্ধে।