Delhi Deputy CM: বাড়ি-অফিসে সিবিআই তল্লাশি, কী বললেন দিল্লির উপমুখ্যমন্ত্রী?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 14, 2023 | 4:56 PM

গত অগাস্টেও মণীশ সিসোদিয়ার বাড়িতে অভিযান চালিয়েছিল সিবিআই। দিল্লির নতুন আবগারি নীতিতে অনিয়মের অভিযোগেই তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Delhi Deputy CM: বাড়ি-অফিসে সিবিআই তল্লাশি, কী বললেন দিল্লির উপমুখ্যমন্ত্রী?
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। ফাইল ছবি।

Follow Us

নয়া দিল্লি: ফের সিবিআই নজরে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী! এবার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বাড়ি এবং অফিসে একসঙ্গে তল্লাশি অভিযান চালাল সিবিআই। শনিবার দুপুরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) তল্লাশি অভিযানের কথা স্বীকার করেছেন মণীশ সিসোদিয়া। যদিও মন্ত্রীর (Delhi Deputy CM) বাড়িতে অভিযান চালানোর কথা অস্বীকার করেছে সিবিআই।

এদিন দুপুরে বাড়ি এবং অফিসে সিবিআই তল্লাশি অভিযান চালালেও কিছু মেলেনি বলে জানিয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী (Delhi Deputy CM) মণীশ সিসোদিয়া। টুইটারে সেকথা জানিয়ে তিনি লিখেছেন, “আজ পুনরায় সিবিআই আমার অফিসে আসে। তাঁদের স্বাগত। তাঁরা আমার বাড়ি, আমার অফিস, আমার লকার, এমনকি আমার গ্রামেও তল্লাশি চালিয়েছে। কিন্তু, আমার বিরুদ্ধে কিছু পায়নি। কারণ আমি ভুল কিছু করিনি। দিল্লির শিশুদের পড়াশোনার জন্য আন্তরিকভাবে কাজ করেছি।”

প্রসঙ্গত, গত অগাস্টেও মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বাড়িতে অভিযান চালিয়েছিল সিবিআই। দিল্লির নতুন আবগারি নীতিতে অনিয়মের অভিযোগেই তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দীর্ঘ ১২ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চলে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। তবে টাকা মেলেনি বলে খবর। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে মণীশ সিসোদিয়ার বাড়িতে অভিযান চালানো হয়েছিল বলে অভিযোগ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি বলেন, “দিল্লির শিক্ষা ও স্বাস্থ্য মডেল নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে। সেজন্যই শিক্ষামন্ত্রীর বাড়িতে সিবিআই পাঠানো হচ্ছে।” এবার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে আপ। উল্লেখ্য, আর্থিক তছরুপ মামলায় ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ED-র হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

Next Article